• নজরে বিজ্ঞাপন : টাটা টিসকন 'বিল্ডার্স অফ মডার্ন ইন্ডিয়া' ও ভারতের মেয়েরা


    0    245

    August 22, 2018

     

     

    দেশ গড়ার কারিগর - শিক্ষা-সমাজ-বিজ্ঞান-প্রযুক্তি-শিল্পকলার নানা ক্ষেত্রে যাঁদের ভাবনা, উদ্যোগ এবং পরিশ্রম না থাকলে অন্যরকম হত আমাদের এই আধুনিক ভারতের চেহারাটা। টাটা টিসকন ব্র্যান্ড স্বাধীনতার ’৭১ এ ‘নির্মাণ’ এর প্রতীক হিসাবে, দেশ-নির্মাণে গুরুত্বপূর্ণ কিছু নাম এর স্মরণে গত ১৫ অগাস্ট লঞ্চ করেছে একটি ভিডিও। বিষয়বস্তু, স্টোরিলাইন, ভিস্যুয়াল এবং ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় দেশাত্মবোধক গানের টিউন - এই সব মিলিয়ে বিজ্ঞাপনটি সুনির্মিত, জরুরি এবং দেশের দর্শকের কাছে প্রেরণার সন্দেহ নেই। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে।

    ভিডিওতে দেখা যাচ্ছে, কলকাতার হ্যারিংটন স্ট্রিট আর্ট সেণ্টারে জড়ো হয়েছেন ভারতের নানা প্রদেশের নানা বয়সের বিভিন্ন পেশায় থাকা কয়েকজন পুরুষ ও মহিলা। আর্ট গ্যালারির একটি ঘরে চলছে এক্সিবিশন, বিষয় ‘বিল্ডার্স অফ মডার্ন ইন্ডিয়া’ - আধুনিক ভারত নির্মাণে অগ্রণীদের পোর্ট্রেট সাজানো আছে ঘরে। ছবি দেখে তাঁদের চিনে নিতে হবে দর্শকদের। ‘ইমতেহান’ এর শেষে দেখা গেল মাত্র একজন এর ছবি সঠিকভাবে চিনতে পেরেছেন উপস্থিত দর্শকরা। অতএব, ‘রি-ইণ্ট্রোডাকশন’- একে একে ছবি-র সাথে সাথে নাম প্রকাশ হতে থাকে আধুনিক ভারতের ৬ কান্ডারীর - নিউক্লিয়ার প্রোগ্রামে হোমি ভাবা, স্পেস প্রোগ্রামে বিক্রম সারাভাই, হকি বিজয়ে ধ্যানচাঁদ, গ্রিন রেভলিউশনে এম এস স্বামীনাথন, সিনেমায় দাদাসাহেব ফালকে এবং ইন্ডিয়া স্ট্যাটিস্টিকাল ইন্সটিটিউট এর পি সি মহলানবিশ। ‘এঁদের প্রত্যেকের নামই জানা’, ‘তবু ছবি দেখে চিনতে পারিনি’, ‘স্মৃতির আড়ালে বা চর্চা-র অভাবে এদের নাম চাপা পড়ে গেছে’ - দর্শকরা অকপটেই স্বীকার করেন। আর তারপর স্ক্রিনে ফুটে ওঠে ‘This 15th August let’s remember not to forget’...

    কিন্তু আমরা ভুলে গেলাম। আবারও। ভিডিও শেষ। আপনি যতই খুঁজুন, পোর্ট্রেট বা নামের তালিকায় আর কেউ নেই। আরও কেউ মানে ধরুন, যেমন অগ্রণী সমাজকর্মী, ‘সেণ্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড’ এর প্রতিষ্ঠাতা, ‘ন্যাশনাল কাউন্সিল অব উইমেন্স এডুকেশন’ এর প্রথম চেয়ারপার্সন দুর্গাবাই দেশমুখ। কিম্বা ইউ এন জেনারেল এসেম্বলি(UN General Assembly)-র প্রথম ভারতীয় সভাপতি ডিপ্লোম্যাট বিজয়লক্ষ্মী পন্ডিত। বা, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী রাজনীতিক সুচেতা কৃপালনী? অথবা স্বাধীনতা পরবর্তী ‘বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’-র প্রধান কারিগর বিজ্ঞানী জানকি আম্মল বা বিজ্ঞানী অসীমা চ্যাটার্জি? নৃত্য-কলা-স্থাপত্যে কপিলা বাৎসায়ন বা ভারতীয় কুটীরশিল্প এবং হস্তশিল্পের কান্ডারী কমলাদেবী চট্টোপাধ্যায়? স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের সার্বিক অগ্রগতি আর উন্নয়ন এর পথপ্রদর্শক অসংখ্য ভারতীয় নারীর উদাহরণের মধ্যে থেকে অন্তত এক জনও এই জনপ্রিয় ঐতিহ্যশালী ব্র্যান্ড এর ভিডিওতে ‘নেশন বিল্ডার্স’ দের তালিকায় নেই।

    কেন বলুন তো? কারণ এই মহীয়সীদের আমরা ভুলে যেতে পারি। আমাদের ‘নট টু ফরগেট’ নীতি তো খাটে কেবল মহা-‘পুরুষ’দের ক্ষেত্রে! তাই স্বাধীনতার ৭১ বছর পরেও আমাদের ভাবনায় স্বাধীনতা আসেনা। ভারতের প্রায় অর্ধ শতাংশ জনসংখ্যা তথা ভারতীয় মেয়েদের মধ্যে থেকে একজনও ‘জাতির নির্মাতা’ কে খুঁজে পাওয়া যায়না! আবার নির্মাণের ক্ষেত্র বাছাই এর কথাও যদি ভাবেন - বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি শিক্ষা ও সমাজ সংস্কারের ক্রম-উত্তরণ একটা দেশ গড়ার জন্য কতটা জরুরি সেটা বেমালুম ভুলে মেরে দিয়েছেন এঁরা। আবার খেলাধুলা, বিনোদন, সিনেমা-র পাশাপাশি ভারতীয় নৃত্য, শিল্পকলা, স্থাপত্য-ভাস্কর্য ইত্যাদি ক্ষেত্রে যাঁদের অবদান তাঁরাও অমিল এই তালিকায়!

    দেশ গড়ার কারিগরদের মুখের আদল ভুলে গেছি আমরা। ভুলে গেছি কারও নাম, কারও কঠিন পরিশ্রম, একাগ্র গবেষণা অথবা আত্মত্যাগ। আর সেই সঙ্গে, সবচেয়ে জরুরি যে কথাটা ভুলে গেছি, আমাদের এই দেশ শুধু পুরুষের হাতে গড়া নয়।

     
     



    Tags
     


    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

     



    তথ্য নীতি | Privacy policy

 
Website © and ® by Ebong Alap / এবং আলাপ, 2013-24 | PRIVACY POLICY
Web design & development: Pixel Poetics