• সম্পাদকীয় (২৪ অক্টোবর)


    0    214

    October 23, 2017

     

     

    সাল ১৯৪৯। বর্ধমানের অকুতোভয় ছাত্রী সংগঠক বীণা সেন চৌধুরী। অবিভক্ত কম্যুনিস্ট পার্টির প্রথম সারির কর্মী।
    সাল ১৯৬৭। সুন্দরবনের রাঙ্গাবেলিয়া হাই স্কুলের দিদিমণি বীণা কাঞ্জিলাল। সত্তরের দশকে ‘রাঙাবেলিয়া মহিলা সমিতি’-র প্রাণ-প্রতিষ্ঠাত্রী। দেশের প্রান্তিকতম একটি অঞ্চলের মেয়েদের মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াইয়ে শরিক, গ্রাম উন্নয়ন ও নারী আন্দোলনের ইতিহাসে অনুল্লিখিত এক পথিকৃত বীণা কাঞ্জিলাল। এবারের ‘এখন আলাপ’ ব্লগ তাঁকে নিয়েই। লিখেছেন সুন্দরবনের সাতজেলিয়ার সন্তান, অধ্যাপক বরেন্দু মণ্ডল। আর রইল বীণা সেন চৌধুরীর বহুদিনের কমরেড সদ্যপ্রয়াত অধ্যাপক তরূণ সান্যালের একটি লেখা।
    ‘এবং আলাপ’-এ আমরা রাঙ্গাবেলিয়ার কাছেই সুন্দরবনের বালি দ্বীপের মানুষজনের সঙ্গে, বিশেষ করে সেখানকার মেয়েদের সঙ্গে একটা অচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে পড়েছি গত কয়েক বছর। ২০০৯ সালে আমাদের সংগঠনের দুই বন্ধু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক সুজিত কুমার মণ্ডল (যে নিজে বালির ছেলে) ও স্যমন্তক দাস-এর সূত্রেই ওই দ্বীপে আমাদের পদার্পণ।
    তারপর অনেক জল বয়ে গেছে বিদ্যা, গোমোর আর দুর্গাদোয়ানীতে। ধীরে ধীরে গভীর হয়েছে বালি দ্বীপের সঙ্গে আমাদের সম্পর্ক। আমরা সেখানে পেয়েছি, বীণা কাঞ্জিলাল যাঁকে বলেন, ভালোবাসার আশ্রয়। তৈরি হয়েছে স্থানীয় মেয়েদের সংগঠন ‘সুন্দরবন বিজয়নগর দিশা’।
    সুন্দরবনের মেয়েদের জীবনের গল্প আমাদের ব্লগে এবার থেকে থাকবে নিয়মিত। তাঁরাই বলবেন বা লিখবেন। আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। সেই সিরিজ শুরুর আগে এই সংখ্যা ‘অগ্নিবীণা’ বলতে পারেন আমাদের মাতৃতর্পণ।

    -সম্পাদকমণ্ডলীর পক্ষে

    শর্মিষ্ঠা দত্তগুপ্ত

     
     



    Tags
     


    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

     



    তথ্য নীতি | Privacy policy

 
Website © and ® by Ebong Alap / এবং আলাপ, 2013-24 | PRIVACY POLICY
Web design & development: Pixel Poetics