• জেন্ডার সহায়িকা : লিঙ্গ-যৌনতা রাজনীতির চলচ্চিত্র


    0    128

    December 16, 2018

     

    জেন্ডার সহায়িকা । ডিসেম্বর ২০১৮ ।

    স্পটলাইটে তৃতীয় লিঙ্গ, সমাকামিতা, রূপান্তরকামিতা, ক্যুইর, লিঙ্গ বৈষম্য, যৌনতা ও তার রাজনীতি নিয়ে গত কয়েক বছরে বাংলা ভাষায় নির্মিত কিছু ফিচার, শর্ট ও ডকুমেণ্টারি ফিল্ম ও ভিডিও-র তালিকা এবারের জেন্ডার সহায়িকায়।

    ছবির নাম

    সালপরিচালকবিষয়বস্তু
    অন্তহীন২০০৮বিশ্বজিৎ সরকার সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প অবলম্বনে দুই পুরুষের সমকামী সম্পর্ক ঘিরে এই শর্ট ফিল্ম
    আই কুড নট বি ইয়োর সন, মম২০১০সোহিনী দাশগুপ্ততিস্তা দাসের বেড়ে ওঠার গল্প। জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার -এর শিকার তিস্তা কীভাবে মানিয়ে নেবে তার মেয়ে হওয়ার ইচ্ছা এবং পুরুষ শরীরে জন্ম নেওয়ার দ্বন্দ্ব। আর তার সঙ্গেই ১৫ মিনিটের ছোট এই ছবিতে সমাজের সাথে তিস্তার লড়াইয়ের গল্পও চলে পাশাপাশি।
    আরেকটি প্রেমের গল্প২০১০কৌশিক গাঙ্গুলীট্রান্সজেন্ডার চলচ্চিত্রকার তথ্যচিত্র বানাবেন নাট্যকার চপল ভাদুড়িকে নিয়ে। কাহিনীর নানা মোড়ে ফিল্মমেকার অভিরূপের সাথে তার বিবাহিত উভকামী প্রেমিকের সম্পর্ক এবং অন্যদিকে থিয়েটার ও জীবনের মঞ্চে 'চপলরাণী'-র নানা গল্প মিলেমিশে যায়। লিঙ্গ ও যৌনতা ও প্রেমের বিভিন্ন রাজনীতি উঠে আসে এই ফিচার ফিল্মে।
    তার চেয়ে সে অনেক আরও২০১০দেবলীনা মজুমদারভারতে সমকামী সম্পর্ক নিয়ে সচেতনতা বাড়ার সময়ের পটভূমিতে চার চরিত্রের জীবনবোধ আর টানাপোড়েনের গল্প
    অন্য মন ২০১১স্বপন নন্দী   
    আমরা কি এতই ভিন্ন২০১১ লোক প্রকাশবাংলাদেশের সমকামী ও রূপান্তরকামী মানুষের সাহস ও সংগ্রামের কথা নিয়ে এই শর্ট ডকুমেণ্টারি  
    ২ ধুরানির গল্প২০১২শঙ্খজিৎ বিশ্বাসচিরঞ্জিৎ আর বুবাই, দুই রূপান্তরকামী বন্ধুর গল্প। অনেকদিনের বন্ধু এই দুই ট্রান্সজেন্ডার বন্ধু জীবনের পথে কী অভিজ্ঞতার মুখোমুখি হয় আর কীভাবেই বা তাদের ব্যক্তিগত সম্পর্কে ছাপ ফেলে জীবন ও সমাজ।
    এবং বেওয়ারিশ২০১২দেবলীনা মজুমদারনন্দীগ্রামের দুই যুবতীর আত্মহত্যা দিয়ে গল্পের শুরু। ক্রমশ জানা যায় তাদের প্রেমের সম্পর্ক এবং তা না মেনে নেওয়ায় সমাজের লাঞ্ছনা ও অত্যাচারের কথা। মৃত্যুর পরেও শেষ হয়নি সেই লাঞ্ছনার, মর্গে বেওয়ারিশ লাশ হয়ে পড়ে ছিল তাদের দেহ, দীর্ঘ কয়েক দিন। এই দুই বেওয়ারিশ মৃত শরীর এবং আরো অনেক জীবিত 'বেওয়ারিশ'-এর কথাই উঠে এসেছে ছবিতে 
    চিত্রাঙ্গদা২০১২ঋতুপর্ণ ঘোষচিত্রাঙ্গদার জানা কাহিনীর আড়ালে লিঙ্গ ও পরিচিতির অন্য মাত্রা এনেছে এই ছবি, যেখানে আত্মপরিচয়ের স্বাধীনতা এবং ইচ্ছাপূরণ মিলেমিশে গেছে। ভারতে, কলকাতায়, এক অন্য চিত্রাঙ্গদার লড়াই আর যাপনের গল্প 
    বায়োস্কোপ২০১৩নিরন্তরচার ট্রান্সজেন্ডার চরিত্র বলে ভারতীয় শিক্ষাব্যবস্থায় তাদের হেনস্থা, হতাশা, অভাববোধ আর লাঞ্ছনার কথা। নন-বাইনারি জেন্ডার ও শিক্ষা নিয়ে নিরন্তরের এই ডকুমেণ্টারি ভারতীয় সমাজে লিঙ্গ ও শিক্ষা নিয়ে একচেটিয়া রাজনীতির একটা দিক তুলে আনে
    দৌড়, দ্য ফ্রণ্ট রানার২০১৩দেবলীনা মজুমদার, পয়োষ্ণি মিত্রভারতীয় খেলোয়াড় পিঙ্কি প্রামাণিকের লড়াইয়ের কাহিনী - একদিকে খেলা, অন্যদিকে ধর্ষণের অভিযোগ, লিঙ্গ পরিচয় নিয়ে নানা প্রশ্ন, এইসবের মধ্যে দিয়ে পিঙ্কির লড়াই ও জয়ের কাহিনী
    দ্য সুইসাইড নোট২০১৪প্রিয়দর্শী ব্যানার্জীআইন গড়া আর আইন ভাঙার দ্বন্দ্ব গোটা ছবি জুড়ে। স্বাভাবিক প্রবৃত্তিকে 'অপরাধ' আখ্যা দেওয়া আইনের মান্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ছবিতে। আর অপরাধী তকমা-র মানুষের মানসিক অবস্থা ফুটে উঠেছে গল্পের মোড়ে মোড়ে
    তিন সত্যি২০১৫দেবলীনা মজুমদারএই ডকুমেণ্টারিতে তিনটি এমন জীবনের কথা রয়েছে যা বিষমকামী-পুরুষতান্ত্রিক সমাজধারার বিরোধী। এমন তিনটি জীবনের গল্প নিয়ে যাওয়া হয় সমাজের বিভিন্ন অংশে এবং তারপর কী হয় প্রতিক্রিয়া, তাই নিয়েই ৩৫ মিনিটের এই ছবি। 
    আবার যদি ইচ্ছা কর২০১৬দেবলীনা মজুমদারস্বপ্না আর সুচেতা ভালোবাসত একে অপরকে। ওরা মরে গেছে এবং ওদের মৃতদেহও অনেকদিন নিতে আসেনি কেউ। কিন্তু যদি বেঁচে থাকত ওরা? যদি পালিয়ে যেত? যদি ঘর বাঁধত দূরে কোথাও? ভালোবাসা আর স্বাধীনভাবে বৈষম্যহীন ভাবে বাঁচার অধিকার আর সম্ভাবনার স্বপ্ন নিয়ে একটি ছবি
    দ্য সিক্সথ এলিমেণ্ট২০১৬অর্জুন দত্তভালোবাসার কোনও লিঙ্গ নেই, এবং তা যেকোনো বৈষম্যের উর্ধে, এই নিয়েই একটি শর্ট ফিল্ম
    অর্ধনারীশ্বর২০১৭শঙ্খজিৎ বিশ্বাস২০১৫-১৬ ব্যাপী কলকাতায় প্রথম ট্রান্সজেন্ডার গোষ্ঠী আয়োজিত দুর্গাপুজা এবং সেই পুজার 'অর্ধনারীশ্বর' প্রতিমা নিয়ে বাদ-বিবাদ-বিতর্কের টানাপোড়েন ফ্রেমবন্দী করেছে এই তথ্যচিত্র
    মেঘের গল্প ২০১৭সৈকত দাসনামী ডান্সার মেঘ এবং তার প্রথম প্রেম সাংবাদিক মল্লারের গল্প। এক 'মেয়েলি' ছেলের স্বপ্ন আর জীবনের টানাপোড়েনের কাহিনী।
    উত্থান২০১৭সৌভিক দেএক নাবালিকাকে ধর্ষণের পর নিয়ে যাওয়া হয়  ট্রান্সজেন্ডারদের আস্তানায়। মেয়েটিকে সন্তান হিসেবে কোলে তুলে নেন একজন রূপান্তরকামী। মা মেয়ের অদ্ভুত এক সম্পর্কের কী পরিণতি হয় তাই নিয়েই এই শর্ট ফিল্ম।
    দেহ কথন২০১৭সুস্মিতা সিনহাদেহ কী? দেহ আমাদের কাছে কতখানি এবং কী নয়? দেহ, দেহ রাজনীতি, লিঙ্গ-যৌনতা-কামনা এই সমস্ত ধারণা আর জীবনযাপনের মধ্যে কোনও যোগ খুঁজতে চেয়ে প্রশ্ন তুলেছে এই শর্ট ফিল্ম। 
    ওমরফিয়া২০১৭সায়নদীপ সিকদারএক রূপান্তরকামী নারীর অভিজ্ঞতা
    ল্যাঙ্গুয়েজেস২০১৮দেবাদৃতা বোসঅভাব, দারিদ্র্য আর বেকারত্বের সাথে লড়াই করছে শঙ্কর। কিন্তু তার চেয়েও বেশি করে তার লিঙ্গ পরিচয় ভাবাচ্ছে তাকে। সে কল্পনা করছে নানা দৃশ্য, বুঝতে পারছেনা আশেপাশের মানুষকে কীভাবে জানাবে তার সমস্যার কথা। নিজের চারপাশে কারোর ভাষা সে আর বুঝতে পারছেনা।
    হার-স্টোরি২০১৮নৈঋতা ঠাকুরতাঅত্রি আর পিনো, দুই ট্রান্স-উওম্যান-এর আত্মপরিচয়, লিঙ্গ আর যৌনতা নিয়ে ভাবনার গল্প 

     

     
     



    Tags
     


    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

     



    তথ্য নীতি | Privacy policy

 
Website © and ® by Ebong Alap / এবং আলাপ, 2013-24 | PRIVACY POLICY
Web design & development: Pixel Poetics