• জেন্ডার সহায়িকা ৩ : দলিত আন্দোলন ও মেয়েরা


    0    332

    September 15, 2018

     

    জেন্ডার সহায়িকা । সেপ্টেম্বর ২০১৮ ।

    এবারের বিভাগ  বইপত্রের হদিশডিজিটাল খোঁজখবর

    স্পটলাইটে  দলিত ও বহুজন সম্প্রদায় অধিকার আন্দোলন ও দলিত মেয়েদের কথা

     

    বইপত্রের হদিশ

    নীড় ঋতুপত্র : দলিত নারীর রচনা নিয়ে বাংলা পত্রিকা

    বিগত ২৪ বছর ধরে বাংলা ভাষায় দলিত ও প্রান্তিক নারীদের কথা নিয়ে প্রকাশিত হচ্ছে নীড় ঋতুপত্র। দলিত অধিকার আন্দোলনে দীর্ঘদিন ধরে যুক্ত লেখক ও সমাজকর্মী কল্যাণী ঠাকুর চাঁড়াল সম্পাদিত এই পত্রিকায় মেয়েদের, বিশেষত দলিত ও সমাজের কাছে ব্রাত্য মেয়েদের কবিতা, ছোটগল্প, প্রবন্ধ নিয়মিতভাবে প্রকাশিত হয়। বাংলা দলিত সাহিত্য ও অন্যান্য ভারতীয় ভাষা থেকে অনুবাদে দলিত সাহিত্য ছাড়াও, এই পত্রিকায় থাকে দলিত ও বহুজন সম্প্রদায়ের প্রতিদিনের সংগ্রাম এবং সমস্যা নিয়ে বিবিধ নিবন্ধ। একদিকে যেমন দেশের অন্যান্য প্রান্তের মত দলিত সাহিত্যে আম্বেদকর-দর্শনের প্রতিফলন ধরা পড়ে এই পত্রিকায়, পাশাপাশি বিশেষভাবে বাংলার প্রান্তিক সম্প্রদায়ের উত্তরণে হরিচাঁদ ঠাকুরের ভূমিকার উপরে নানান রচনা প্রকাশিত হয়েছে নীড় এর বিভিন্ন সংখ্যায়। দলিত নারীর সাহিত্য-সৃষ্টির পাশাপাশি, এই পত্রিকায় প্রান্তিক মানুষের মধ্যে দীর্ঘকাল ধরে প্রচলিত লোকশিল্প, কুটিরশিল্প, লোকগান, নানা আচার-অনুষ্ঠানের ঐতিহ্য ও তার সাংস্কৃতিক প্রেক্ষিত গবেষণামূলক রচনার মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দেওয়া হয়।

     

    ডিজিটাল খোঁজখবর

    রাউন্ড টেবিল ইন্ডিয়া : একটি আম্বেদকরবাদী ওয়েব পোর্টাল

    ডিজিটাল মাধ্যমে সরাসরি খবর ও তথ্য পরিবেশনা এবং আদান-প্রদানের মধ্যে দিয়ে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে দলিত ও বহুজন সম্প্রদায়ের কন্ঠস্বর, তাদের প্রতিদিনের বাস্তব পরিস্তিতি এবং দেশব্যাপী দলিত-বহুজন অধিকার আন্দোলনকে তুলে ধরার লক্ষ্যে ২০০৯ সালে শুরু হয় ‘রাউন্ড টেবিল ইন্ডিয়া: ফর এন ইনফর্মড আম্বেদকর এজ’ (http://roundtableindia.co.in/) এই পোর্টালটি। একদিকে আম্বেদকরবাদী দৃষ্টিভঙ্গী থেকে মূল ভারতীয় মিডিয়ায় প্রচারিত খবরের বিচার-বিশ্লেষণ এবং অন্যদিকে দলিত নাগরিকদের মুখপত্র হিসাবে হিন্দি ও ইংরাজিতে তথ্য ও খবরাখবর পাওয়া যাবে এই পোর্টালে।

    সার্বিকভাবে দলিত অধিকার আন্দোলনের পাশাপাশি জেন্ডার সংক্রান্ত আলোচনা ও তথ্যের বিশেষ বিভাগ রয়েছে দলিত মেয়েদের অধিকারের লড়াই থেকে শুরু করে তাদের সাহিত্য-সিনেমা-উপস্থাপনা, আন্তর্জাতিক স্তরে দলিত মহিলা সংগঠনগুলির কাজকর্ম এবং দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে দলিত মহিলাদের পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্যমূলক বিশ্লেষণ ও নিবন্ধ রয়েছে এই বিভাগে। ভারতীয় দলিত ও বহুজন সম্প্রদায় এবং দলিত নারী আন্দোলন সংক্রান্ত বিষয়ে এই ওয়েব পোর্টাল আগামী প্রজন্মের কাছে একটি আলোচনার প্ল্যাটফর্ম হিসাবে, তথ্য ও গবেষণা-র উৎস হিসাবে এবং সবরকম বিভেদনীতির বিরুদ্ধে সংগঠিত হওয়ার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে একইসঙ্গে কার্যকরী।

     

    #dalitwomenfight : জাতিবিদ্বেষ ও যৌন হিংসা নিয়ে একটি শর্ট ফিল্ম

    অল ইন্ডিয়া দলিত মহিলা অধিকার মঞ্চ(AIDMAM)-এর উদ্যোগে তৈরি এই শর্ট ফিল্ম জাতিবিভেদ ও বিদ্বেষ ভিত্তিক যৌন হিংসা এবং ভারতে উচ্চবর্ণ আধিপত্য ও অত্যাচারের একটি বিশেষ ঘটনাভিত্তিক। জাতপাত ও বর্ণবিদ্বেষ, ভারতে দলিত ও বহুজন সম্প্রদায়ের উপর উচ্চবর্ণের যৌন ও সামাজিক অত্যাচার, অপরাধ ও হিংসা এবং সেই সঙ্গে আইন ও প্রশাসনের বিভিন্ন স্তরেও প্রচ্ছন্নভাবে নিম্নবর্ণ অবদমনের রাজনীতি-র বিরুদ্ধে সংগঠিত হওয়ার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কর্মরত সংস্থা অল ইন্ডিয়া দলিত মহিলা অধিকার মঞ্চ। এই সংগঠনে যুক্ত একাধিক দলিত কর্মী ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন দলিত সম্প্রদায়ের সঙ্গে প্রতিদিন ঘটে চলা এরকম সামাজিক-রাজনৈতিক হিংসার কাহিনী তুলে ধরেন #dalitwomenfight নামক ডিজিটাল মঞ্চ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এই ছবিটিতে যৌন হিংসা ও হত্যার শিকার এক দলিত নাবালিকা-র পরিবারের সাথে সরাসরি কথা বলেছেন প্রতিনিধিরা। সেই সঙ্গে উঠে এসেছে প্রাসঙ্গিক দলিত অবদমন এবং দলিত অধিকার আন্দোলনের টুকরো চিত্র। 

     
     



    Tags
     


    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

     



    তথ্য নীতি | Privacy policy

 
Website © and ® by Ebong Alap / এবং আলাপ, 2013-24 | PRIVACY POLICY
Web design & development: Pixel Poetics