• ভালো বউ পচা বউ


    9    808

    May 16, 2017

     

    সারা শহর জুড়ে একটা হোর্ডিং দেখা যাচ্ছে। একটি নির্দিষ্ট টিভি চ্যানেল তার সান্ধ্যকালীন সোপের বিজ্ঞাপনে প্রত্যেকটি সিরিয়ালের মুখ্য নারী চরিত্রকে দিয়ে বলাচ্ছে, “আমার পরিবার, আমার সম্মান।” সৌভাগ্যক্রমে (নাকি দুর্ভাগ্যক্রমে?) ‘আমার পরিবার আমার সম্মান’ মার্কা সিরিয়ালগুলোর কয়েকটা এপিসোড দেখার সুযোগ আমার হয়েছে। কোনও একটি চ্যানেল মুখ ফুটে বিজ্ঞাপনটি দিয়ে ফেললেও প্রায় প্রত্যেক বাংলা চ্যানেলই বিশ্বাস করে যে, মেয়েদের ওপরই পরিবারের সম্মানরক্ষার দায়। তারা শুধু নিজেরা বিশ্বাস করেই ক্ষান্ত নয়, আপামর বাংলা টিভি-র দর্শককেও এই বিশ্বাসে ব্রতী করতে যারপরনাই ব্যগ্র।

    প্রাইম টাইম সিরিয়ালগুলোয় একটি যৌথ পরিবারে, বেশীরভাগ সময় একই লোকের, একজন ক’রে ‘ভালো বৌ’ আরেকজন ক’রে ‘পচা বউ’ থাকে। ভালো বউটি মুখ বুজে স্বামী আর শ্বশুরবাড়ির জন্য জান লড়িয়ে দেয়, তবু সবসময় তার নানারকম বিপদ হয়। আর তার বিপদের নেপথ্যে থাকে পচা বউ। শ্বশুরবাড়িতেও আবার নানারকম লবিবাজি চলে। ভালো বউয়ের পক্ষের লবিতে ভালো ভালো লোক, কিন্তু তারা এতই সরল আর ভালোমানুষ যে কিচ্ছুটি টের পায় না। আর পচা বউয়ের পক্ষে যে বা যারা থাকে তারা সারাক্ষণ প্যাঁচ কষে। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও তাদের সব প্লট ভেস্তে দেয় নেহাৎ নাদান ভালো-বউ আর তার যথেষ্ট ক্যাবলা স্বামী। হ্যাঁ, সিরিয়ালের নায়কেরা কিন্তু ভীষণ ক্যাবলা টাইপ। বজ্জাত মেয়েদের ট্র্যাপে পড়ে সে বেচারারা বিয়ে ক’রে বসে। আর পরিচালকের সুতোর টানে কখনও ভালো কখনও পচার দিকে ঢলে। তাদের অভিধানে ব্যালেন্স ব’লে কোনও শব্দ নেই। যখন সে পচার দিকে তখন সে পচার তালে তাল দিয়ে ভালোকে ক্রমাগত অত্যাচার করে। আর যখন ভালোর দিকে তখন সে পচাকে দুচক্ষে দেখতে পারে না।

    শুধু মেগা সিরিয়ালের পরতে পরতে নয়, পরিবার নিয়ে আজকাল চতুর্দিকে খুব হৈ চৈ। সোশ্যাল মিডিয়ায়, সিনেমায়, গল্পগাছায় সারাক্ষণ পরিবারের জয়জয়কার। পরিবারকে ঘিরে একটা বেলুন ফোলানো হয় অবিরত। আর বেশীরভাগ মেয়ে সেই ফোলানো বেলুনে বিশ্বাস রেখে জীবনের মোক্ষম বাজীটি হারে। ধরা যাক রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর কাজলের কথা। কিছুদিন আগে যে কাজলকে নিয়ে খবরের কাগজে লেখালিখি হল। যে কাজল বিয়ের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই শ্বশুরবাড়িতে প্রাণ দিল। যার দাদা, জামাইবাবু সবাই জানতেন যে দশ লাখ টাকা পণ চেয়ে এক লাখ টাকা পাওয়ার জন্য শ্বশুরবাড়ির লোকজন কাজলকে অত্যাচার করছিল। যাঁরা জানতেন কাজলের উপর নিত্যদিন, নতুন নতুন নিষেধাজ্ঞা জারি হচ্ছে। তাঁরা বুঝেছিলেন, কাজলকে তার বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে ফোনে কথা বলতে হচ্ছে স্বামীর নজরদারিতে, তবুও তাঁরা ভেবেছিলেন, মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে ব্যাপারটা ‘মিটমাট’ ক’রে পরিবারের সম্মান বজায় রাখবেন। তাঁদের সোদপুর থেকে বাগুইহাটির দূরত্ব পেরোতে লেগে গেল অযুত শতবর্ষ। তাঁদের ‘মিটমাট’-এর আশায় বসে থেকে থেকে মরতে হল কাজলকে।

    কাজল একা নয়, আর সবাইকে কাজলের মতো একলপ্তে মরতেও হয় না। কিন্তু পরিবারের সম্মানরক্ষার দায়ে নিয়ে তিলে তিলে নিজেকে মারতে হয় আজও অনেক মেয়েকেই। বিয়ের পর শ্বশুরবাড়ির সম্মানরক্ষার জন্য বিয়ের আগে বাপের বাড়িতে ‘ভালো বউ’ হ’য়ে ওঠার জোরদার তালিম চলে মেয়েদের। সেই তালিমের শুরুর কথাই হল, মেয়ে জন্মের একমেবাদ্বিতীয়ম উদ্দেশ্যই হল স্বামীর ঘর করা। আর স্বামী, যার আদত মানে হল মালিক, সেই মালিকের ঘরে ভালো দাসী থুড়ি বউ হ’য়ে ওঠার গোড়ার কথাটাই হল, মানিয়ে নিতে হবে, মেনে চলতে হবে শ্বশুরবাড়ির ‘বাধ্যতামূলক আইন’!

    এই বাধ্যতামূলক আইন কেমন ক’রে মেনে চলতে হয় তার সুচারু পাঠ মেলে আজকের বাংলা সিরিয়ালে। সেই যে ভালো বউ-এর কথা হচ্ছিল, সেই ভালো বউরা যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও পরিবারের আইন মানতে বাইরের কাজ ছেড়ে দেয়, স্টেট চ্যাম্পিয়ন বাস্কেটবল প্লেয়ার বউ শাশুড়িকে খুশী করতে আর বরের হীনমন্যতায় পুলটিশ লাগাতে খেলা ছেড়ে দিয়ে তুলসীতলায় প্রদীপ দেয়। কিন্তু সেসব নিয়ে একটুও খেদ নেই তার মনে। অদ্ভুত ব্যাপার হল, এইসব অসহায় স্বামী-অন্তপ্রাণ, ঘরের কাজে নিবেদিতপ্রাণ ভালো বউরা কোনও রোজগার না করলেও কি এক আলাদিনের আশ্চর্য প্রদীপের জোরে পরিবারের অর্থনৈতিক বিপদে তারা পরিবারকে রক্ষা করে।

    এই ভালো বউদের আরেকটা মজার ব্যাপার আছে। অত্যাশ্চর্য সব সম্বোধনে তারা স্বামীদের ডাকে। না, সেকেলে ‘হ্যাঁগো’, ‘ওগো’, ‘শুনছো’-র ধার তারা ধারে না। তারা কেউ বরকে ডাকে ‘ভেলভেলেটা’, কেউ ডাকে ‘স্যার’, কেউ বা ডাকে ‘ছোটবাবু’। আর বেশীরভাগই একালের মেয়ে হওয়া সত্ত্বেও বরকে আপনি-আজ্ঞে করে। বরের সঙ্গে শারীরিক প্রেমের দৃশ্যেও ভালো-বউ অদ্ভুতরকম অ-যৌন (asexual)।

    এবার একটু পচার কথা ভাবা যাক। পচার টিপ হবে সাপের মতো বাঁকা। চুল হবে স্প্যাগেটি টাইপ। সে বড়লোকের মেয়ে। তাই ঘরের কাজে মোটে মন নেই। বড় আলসে। সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়ায়। আর নিজের ছেলেপুলেকে কুশিক্ষা দেয়। সে মোটে পুজোআচ্চা করে না, কিন্তু সতীনের তথা ভাল-বউ-এর মন্দ করতে সে মাঝে মাঝে তান্ত্রিক সঙ্গ করে। পচা-বউ পরিবারের পাজী জামাইটির সঙ্গে হালকা ফষ্টিনষ্টি চালায়, কিন্তু কখনও বেশি ‘বাড়াবাড়ি’ করে না। অর্থাৎ যতই পচা সে হোক না কেন, সেও বেশ অ-যৌনগন্ধী। আসলে এসব ব্যাপারে বাংলা সিরিয়াল এখনও নেহাত দুধেভাতে।

    এখন মুশকিল হল, রোজ সন্ধ্যেবেলা এসব দেখে দেখে আমাদের মনও দু’ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরাও ঘরের অথবা পড়শীর ঝি-বউকে ওই ভালো আর পচা ভাগে ভাগ ক’রে ফেলছি। আমরাও আবার বস্তাপচা বিশ্বাসগুলোয় ফেরত যাচ্ছি – মেয়েদের উপরেই পরিবারের সম্মান, তাই বাড়ির মেয়েরা কোথায় যাবে, কার সঙ্গে মিশবে, কতক্ষণ ফোনে কথা বলবে, কি পোশাক পরবে সবকিছুর সঙ্গে পরিবারের সম্মান জড়িত। আমরা আবারও ষাটের দশকের ‘মহানগর’-এ ফিরে গিয়ে বাড়ির বউদের চাকরী করা কিংবা লিপস্টিক লাগানোর উপর বিধান হাঁকছি। আর যে মেয়ে এসব বিধিনিষেধের তোয়াক্কা করে না, তার জন্য ঘরে ঘরে খাপ পঞ্চায়েত বসাচ্ছি। এসব কাণ্ডকারখানার ফলে মেয়েরা পড়ছেন ফাঁপরে। তাদের স্বাধীন জীবনযাপনে বেবাক বাধা পড়ছে। তাদের সৃষ্টিশীলতা মার খাচ্ছে, বিকাশ মুখ থুবড়ে পড়ছে। আর যতই গর্ভে মেয়ে মেরে ফেলা হোক, এখনও শত্তুরের মুখে ছাই দিয়ে দেশে মেয়ের সংখ্যায় কিছু কম পড়েনি। তাই মেয়েদের বিকাশ ঝাড় খেলে, দেশের বিকাশও ঝাড় খেতে বাধ্য। জিডিপি-র বাড়বাড়ন্ত কিংবা ‘বেটি বাঁচাও’ দিয়ে এ ঝাড় ম্যানেজ করা যাচ্ছে না, যাবে না।

    অতএব দেশ ও দশের স্বার্থে সিরিয়াল নির্মাতারা একটু নারী চরিত্র নির্মাণের ছক বদলাবেন প্লিজ? নাহলে আপনাদের পচা সিরিয়ালে কিন্তু শীঘ্রই পচা ডিম পড়ার সমূহ সম্ভাবনা। 

     
     



    Tags
     



    Comments (9)
    • জম্পেশ লেখা ! যেমন নজরদারী তেমন কলমদারী !

      ঐ যে বললেন না, “……… পচা-বউ ফষ্টিনষ্টি চালায়, কিন্তু কখনও বেশি ‘বাড়াবাড়ি’ করে না। সেও বেশ অ-যৌনগন্ধী।…”
      আসলে এসব ব্যাপারে বাংলা সিরিয়াল সতর্ক, টি আর পি কমে যাবে । বাবা, আমার তিরাশির মা, হোমমেকার বউ, ভাইপো ভাইঝি পড়শী আসা যাওয়া, সবার জমায়েত, ঐ ড্রয়িং রুম, সবার মাঝে শুদ্ধ রাখতে হবে !
      আর… একটা ডায়লগ পড়লে, সেখানে আটজন থাকলে তাঁদের মুখ আসবে একটা একটা করে ক্যামেরায়, এক এক এক্সপ্রেশন, মাঝে একটা করে বালি ভর্তি লরির ডালা খোলার আওয়াজ !

      • ধন্যবাদ, দেবাশিস বাবু! আপনার সংগে টিআরপি-র বিষয়ে সহমত।

    • সত্যি কোন যুগের গল্প না গুল্প যে এই টিভি সিরিয়ালগুলো বলে — বিরক্তিকর! টি আর পি কি করে বাড়ে? কারা নিয়মিত দেখার ধৈর্য্য রাখেন?!

    • Khub bhalo lekha – ei serials guli dorshok der (se mohila houk ba purush)no doubt ekta bishal impact korche – er biruddhe aro jordar prochar hoa uchit. Ami aj porjyonto ekta o bose ki hochhe dekhar patience rakhte pari ni – ar ek ta duto dialogue shunle i bojha jai ki cholche. Tobe eta to shudhu TV Serial ei noi – rastai ba TV te sob bigyapon o eki message dei – bhalo mane sundori hoa – sundori mane forsha hoa – pocha mane kalo ei sob i to cholche. emon ki ashe pasher desh guli teo ei soap opera guli-r impact bhabah jai na. Ami 2 yrs Vietnam e thaka kalin hothath i dekhlam je amar domestic help TV te Indian Serial dekhche – tar por e jante parlam je amader desher ei sob serial guli Vietnamese dubbing with English sub titles telecast hochhe. Last year giye jante parlam amar office er sob colleaguer parents ra ebong tara o Balika Bodhu dekhche. Ami in fact okhanei jante parlam je Balika Bodhu name ekti serial cholche!! tara amar kache jante chaichilo je Indian meye ra eto shundori hoi ar eto rich – eto jewelleries ar eto boro bari!! Ami kuno uttor dite pari ni…
      Porer lekha r jonyo opekkhai roilam.

    • এই ভালো বউ ‘গড়ে তোলা’ (বাপের বাড়ির তরফে) আর ভালো বউ ‘পাওয়া’ (শ্বশুর বাড়ির তরফে)র জাঁতাকলে মেয়েগুলো মরা বউ আর জিহাদি বউয়ের ঠিকানায় পৌঁছচ্ছে। মেগা সিরিয়াল ব্যাপারটা আইন করে বন্ধ করা দরকার কারণ এই নিয়ে প্রচুর লেখালেখি করেও দেখেছি তাঁদের কানে তুলো পিঠে কুলো। চরিত্র নির্মাণের নামে সমাজে প্রতিদিন অষ্টপ্রহর বিষ ছড়ানোর ব্রতে ব্রতী এসব সিরিয়াল আর্সেনিকের থেকেও সর্বনাশা

    • as usual darun. tomar golar swor shunte pacchi puro. tobe eto sothik lekha amra amra joto khusi hoyei share kori na keno, sei taader kaane tola dorkar. jara sei tara… mone mone biyer ful fotar ashay unmukh, bose ache…

    • Darun likhecho Dolon di. 200% akmot tomar sathe. Sarkari nishedhagya jaari kore egulo bondho kora ashu proyojon. Manoshik obokhhoy tworannito korar jonno ei serial gulo ebong ei dhoroner bajar kapano cinema gulo akta slow poisoning er kaj kore jachhe. Obilmobe er birudhhey byabostha neoa uchit.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

     



    তথ্য নীতি | Privacy policy

 
Website © and ® by Ebong Alap / এবং আলাপ, 2013-24 | PRIVACY POLICY
Web design & development: Pixel Poetics