নজরদারি এড়িয়ে নিরাপদে ইন্টারনেটের ব্যবহার কি আদৌ সম্ভব?
0 85কলকাতার 'এবং আলাপ' ও মুম্বাইয়ের 'পয়েন্ট অফ্ ভিউ' সংস্থা দুটির যৌথ উদ্যোগে ‘ডিজিটাল সেফটি নেট’ বিষয়ের উপরে একটি ওয়ার্কশপ আয়োজিত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অনিতা ব্যানার্জী মেমোরিয়াল হলে ৪-৫ মে, ২০১৮ তারিখে৷ বিভিন্ন সংগঠন এবং পেশাবলম্বী মানুষজন যেমন—শিক্ষক-শিক্ষিকা, আইনজীবী, বিভিন্ন অসরকারী এবং স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা সক্রিয়ভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দুইদিনব্যাপী এই কর্মশালাকে বাস্তবিক অর্থেই উপভোগ্য ও সার্থক করে তুলেছিলেন৷
মুম্বাইস্থিত পয়েন্ট অফ্ ভিউ সংস্থা থেকে আগত দুইজন উপস্থাপক বিশাখা এবং স্মিতা অত্যন্ত সুচারুভাবে ইন্টারনেট সুরক্ষার সঙ্গে সম্পর্কিত নানা বিষয় যেমন নারীবাদী তথা লিঙ্গ এবং যৌন সচেতনতা, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার, সরকারি নজরদারি এবং নিয়ন্ত্রণ, প্রযুক্তিগত হিংসা, অপরাধ, অপরাধীকরণ, আইন-কানুন, প্রতিরোধের উপায়, বাস্তব জীবন এবং ভার্চুয়াল জীবনের পারস্পরিক মিথস্ক্রিয়া, ইত্যাদি বিষয় উপস্থিত সদস্যদের মধ্যে অবতারণা করেন৷ পারস্পরিক আলোচনা, গ্রুপ ওয়ার্ক, ইন্টার্যাক্টিভ সেশনের মধ্য দিয়ে উপরিউক্ত বিষয়গুলির নানানদিক উঠে আসে যা নিয়ে সদস্যদের অনেকেই হয়তো ইতিমধ্যে কখনো সুশৃঙ্খলভাবে আলোচনায় অংশগ্রহণ করেননি৷
আলোচনা সভার বিশেষত্ব ছিল এর নন্ ফর্মাল পরিবেশ৷ বেশ কিছু কেস স্টাডি গ্রুপ ওয়ার্কের মধ্যে বিশ্লেষণের মধ্য দিয়ে ভার্চুয়াল দুনিয়ার ধূসর এলাকাগুলি কিভাবে ব্যক্তিজীবন তথা সমাজজীবনকে প্রভাবিত করে তার একটি ধারণা পাওয়া যায় এবং সমস্যাগুলির বাস্তবোচিত সমাধানেরও একটা দিশা মেলে৷ আলোচনায় উঠে আসে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে অন্যতম হল—যে ভারতবর্ষে ব্যক্তিগত মত প্রকাশের অধিকার, যৌনতার অধিকার ইত্যাদি যেমন একাধারে বিঘ্নিত হয় নানারকম সরকারি স্বার্থে তেমনি ইন্টারনেট সম্পর্কিত হিংসা, বিশেষ করে ধর্ষণের ভিডিও নেটে বিতরণ ও বিপণনের বিষয়েও যথাযথ আইন প্রণয়নের এবং পালনের অভাব রয়েছে৷
আরেকটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল ফেসবুক হিংসা যেমন ট্রোলিং প্রতিরোধ করার উপায়৷ এছাড়াও স্মার্টফোনের হিস্ট্রি এবং লোকেশন ফীচার্স কিভাবে হোয়াটস্অ্যাপ এবং আরো বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্যান অপটিকনের মতো ব্যক্তিনাগরিকের যাবতীয় অনলাইন এবং অফলাইন তথ্যের উপরে নজরদারী করা হয়, এবং কিভাবে তা প্রতিরোধ করা যায় সেটিও ঐ আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল৷
তবুও এইরকম বিস্তৃত একটি বিষয় নিয়ে সামগ্রিক আলোচনার জন্য দু’দিনের কর্মশালা যথেষ্ট নয়৷ সে কারণে ক্ষতিকারক সফ্টওয়্যার, ম্যালওয়্যার, ওয়েবসাইট চিনে নেওয়ার উপায়সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অবকাশ পাওয়া যায়নি৷ আশা করব ভবিষ্যতে এরকম বিষয়ের উপরে আরো কর্মশালা সংঘটিত হবে, কারণ জনজীবনে ইন্টারনেটের প্রভাব ক্রমবর্ধমান৷
Tagsadolescence age of consent age of marriage caa child marriage corona and nursing covid19 Covid impacts on education domestic violence early marriage education during lockdown foremothers gender discrimination gender identity gender in school honour killing human rights intercommunity marriage interfaith marriage lockdown lockdown and economy lockdown and school education lockdown in india lockdown in school lockdown in schools love jihad marriage and legitimacy memoir of a nurse misogyny nrc nurse in bengal nursing nursing and gender discrimination nursing in bengal nursing in india online class online classes during lockdown online education right to choose partner school education during lockdown social taboo toxic masculinity transgender Women womens rights
Leave a Reply