• সুন্দরবনে আন্তর্জাতিক নারী দিবস


    0    511

    March 23, 2018

     

    প্রতি বছরের মত গত ১৬ মার্চ ২০১৮ দক্ষিণ ২৪ পরগণার বালি দ্বীপে এবং আলাপ ও সুন্দরবন বিজয়নগর দিশার যৌথ উদ্যোগে উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। বালি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় স্কুল ছাত্রছাত্রী, গৃহবধূ, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, স্কুল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, সিভিক ভলান্টিয়ার ও অন্যান্য পেশার মানুষ। এ বছর বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের সভানেত্রী লীনা গঙ্গোপাধ্যায় ও আরও দু’ জন সদস্যা, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সভানেত্রী অনন্যা চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক স্বাতী ভট্টাচার্য, স্থানীয় পঞ্চায়েত প্রধান, পুলিশ আধিকারিক।

    এবছর আন্তর্জাতিক নারী দিবসে প্রথম ‘এবং আলাপ লিঙ্গসাম্য সম্মান’ প্রদান করা হলো পাঁচজন এমন মানুষকে, যাঁরা সমাজের তৃণমূলস্তরে বিভিন্নভাবে লিঙ্গসাম্য প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন।

    এবছর লিঙ্গসাম্য সম্মান পেলেন উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জের কনকনগর এস.ডি. ইন্সটিটিউশনের ফুটবল প্রশিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল, যিনি বিনা পারিশ্রমিকে স্কুলের মেয়েদের ফুটবল প্রশিক্ষণ দিয়ে চলেছেন, এবং তাঁর এই উদ্যোগের ফলে স্কুলের দুই ছাত্রী রাজ্য স্তরেও খেলার সুযোগ পেয়েছে।

    অ্যাসিড আক্রমণ ও বিভিন্ন ধরনের যৌন হিংসার বিরুদ্ধে প্রতিবাদী মুখ হয়ে ওঠা মনীষা পৈলানকে সম্বর্ধিত করা হলো ‘এবং আলাপ লিঙ্গসাম্য সম্মানে’। অ্যাসিড আক্রমণের পর পিছিয়ে না এসে সোচ্চারে প্রতিবাদ করে অন্য মেয়েদের সাহস জোগানোর মনের জোর কীভাবে পেলেন মনীষা, প্রত্যাবিভাষণে জানালেন উপস্থিত শ্রোতাদের।

    পশ্চিমবঙ্গে আশির দশকে একাধিক বধূহত্যার ঘটনা ও তা থেকে যৌথ আন্দোলনের মধ্যে থেকে উদ্ভূত নারী নির্যাতন প্রতিরোধ মঞ্চের পুরোভাগে ছিলেন যিনি, সেই কৃষ্ণা রায় গত দু’ দশক ধরে যুক্ত থেকেছেন মেয়েদের সশক্তিকরণের কাজে। বহু ট্রেনিং, ওয়ার্কশপ পরিচালনা করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। লিঙ্গ সাম্যের লক্ষ্যে এই অবদানের স্বীকৃতিস্বরূপ কৃষ্ণা রায়কে সম্মানিত করা হল ‘এবং আলাপ লিঙ্গসাম্য সম্মানে’।

    ‘এবং আলাপ লিঙ্গসাম্য সম্মানের আরেক প্রাপক মুর্শিদাবাদের বেলডাঙা দেবকুন্ডা এস. এ. আর. এম. হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা মুরশিদা খাতুন ছোটবেলায় নিজে পড়াশুনা করার জন্য যে লড়াই শুরু করেছিলেন, তা আজও চালিয়ে যাচ্ছেন, ছাত্রীদের জন্য। সমাজের রক্ষণশীল অংশের রক্তচক্ষু, প্রশাসনের উদাসীনতাকে কাটিয়ে উঠে, মেয়েদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলা, কারিগরি শিক্ষা ইত্যাদির নানাবিধ উদ্যোগ নিয়ে চলেছেন মুরশিদা খাতুন।

    বিগত ৪১ বছর ধরে সুন্দরবনের মেয়েদের স্বনির্ভরতার অন্যতম স্তম্ভ রাঙ্গাবেলিয়া মহিলা সমিতিকে ‘এবং আলাপ লিঙ্গসাম্য সম্মানে’ ভূষিত করা হয়। রাঙাবেলিয়া মহিলা সমিতির পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করেন সমিতির সম্পাদক প্রতিমা মিশ্র।

    এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার অংশরূপে আবৃত্তি করে স্কুল ও কলেজের ছাত্রীরা। নৃত্য পরিবেশন করেন  স্থানীয় দিগ্বিজয়ী সংঘের পাঁচজন সদস্যা, যাঁরা সকলেই গৃহবধূ। সুন্দরবন বিজয়নগর দিশার সভাপতি সুকুমার পয়রার লেখা নাটক ‘নতুন ভাবনায় চলব বলে’ অভিনীত হয়। অংশ নেন দিশার সদস্য সদস্যারা। মাত্র এক সপ্তাহের মহলার ফলশ্রুতি এই নাটকে বিভিন্ন ঘটনার মাধ্যমে তুলে ধরা হয় দিশার গড়ে ওঠার আগে ও পরের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা।

     

     

    উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শঙ্কর মান্না

     

     

    অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন বালি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল ঘোষ
    বালি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীর আবৃত্তি
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মহিলারা
    বক্তব্য রাখছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সভানেত্রী অনন্যা চক্রবর্তী
    বক্তব্য রাখছেন রাজ্য মহিলা কমিশনের সভানেত্রী লীনা গঙ্গোপাধ্যায়
    বক্তব্য রাখছেন রাজ্য মহিলা কমিশনের সদস্য ও চাকদহের বিধায়ক রত্না ঘোষ

     

     

    বক্তব্য রাখছেন বিশিষ্ট সাংবাদিক স্বাতী ভট্টাচার্য
    'এবং আলাপ লিঙ্গসাম্য সম্মান' প্রাপক কনকনগর এস. ডি. ইন্সটিটিউশনের ফুটবল প্রশিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল
    'এবং আলাপ লিঙ্গসাম্য সম্মান' প্রাপক মনীষা পৈলান
    'এবং আলাপ লিঙ্গসাম্য সম্মান' প্রাপক কৃষ্ণা রায়
    'এবং আলাপ লিঙ্গসাম্য সম্মান' প্রাপক মুরশিদা খাতুন
    'এবং আলাপ লিঙ্গসাম্য সম্মান' প্রাপক রাঙাবেলিয়া মহিলা সমিতির পক্ষে সমিতির সম্পাদক প্রতিমা মিশ্র ও সমিতির আরও দুই সদস্যা
    বালির আদিবাসী মহিলারা সঙ্গীত পরিবেশন করেন
    বালির দিগ্বিজয়ী সংঘের সদস্যাদের নৃত্য পরিবেশন
    নিজের লড়াইয়ের কথা শ্রোতাদের সাথে ভাগ করে নেন মনীষা পৈলান
    নিজের টীমের ছাত্রীদের পাশে নিয়ে বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ মণ্ডল
    নিজের স্কুলের ছাত্রীদের জন্য প্রতিনিয়ত কীভাবে লড়াই করে চলেছেন তিনি, বলেন মুরশিদা খাতুন
    বক্তব্য রাখেন কৃষ্ণা রায়

    ছবি : প্রতিবেদক 

     

     
     



    Tags
     


    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

     



    তথ্য নীতি | Privacy policy

 
Website © and ® by Ebong Alap / এবং আলাপ, 2013-24 | PRIVACY POLICY
Web design & development: Pixel Poetics