• অন্য 'পথের পাঁচালি'


    2    292

    September 5, 2018

     

    হাতে রঙের বালতি l রাস্তা থেকে কাটাধান মাঠে নেমে বাড়ির পথ ধরলো দুর্গা l জমিতে হাঁটু সমান নাড়ার মধ্যে ধান বাঁধছে যারা তারা ওর চেনা l
    "ও দুর্গা, ক-ডা হাত - পা আঁকা হুলো ?"
    ভোট আসছে , হস্তপদ চিহ্নের সমর্থক কাকার দেয়াল লিখনে দুর্গা রঙের বালতি বাহক l
    কয়টা হাত -পা চিহ্ন আঁকা হল, হিসেব কষা শেষ হবার আগেই কাকার হাঁক, "শোন্ মা, এটটু শোন্ .."
    কাকার ডাকে অথই আদর থাকে যা সম্ভবত কোথাও পায়নি দুর্গা l সম্বোধনের ঐ সুরটুকু কী যেন একটা সম্বল l
    কুচকুচে কালো এক মেয়ে, দুর্গার বাবার দুঃস্বপ্নে এসে বলেছিল,"ভয় কী বাবা, আমি তো আছি" l তারপরেই জন্ম মেঘবরণ দুর্গার l মেয়ের নাম তাই 'কালী ' রাখাই মনস্থ করেছিলেন বাবা l 'মাকালী' , 'মেয়েকালী' হয়ে জন্মাল সে l দুর্গার অসীম কৃতজ্ঞতা মায়ের কাছে l তীব্র দোটানায় তার নামটা অন্তত 'কালী' থেকে ওইটুকু সরলো বলে l ফরসা মায়ের কোলে, সে কালো মেয়ে l জনে জনে এসে দায়িত্ব নিয়ে বলতে লাগলে , "কোল বেমানান মেয়ে" l মা বলতো, রেগেমেগেই বলতো , " আমার মেয়ে কালো তো তোমাদের কী ?" মায়ের যন্ত্রণা দুর্গা বোঝে l সমস্ত সংসারের কাছে সে "চিড়নদাঁতী , ঢ্যাঙা, হোঁচকপালী, আধমদ্দা- কাঠমেদী" l তার উপর ঠোঁট দুটো তার, মোথন নাপতির বউয়ের মতো l
    দাদারা তাকে খেপায়," তোর বিয়ে হবে গোড়া ফোট্কের সঙ্গে" l সঙ্গে সঙ্গে যোগ করে যায় অন্যজন, " নয়তো হ্যালহিলে গোবিন্দর সঙ্গে l হি হি হি, হ্যা, হ্যা হ্যা" l

    অশ্লীল লাগে হাসিটা l দুর্গা মোথোন নাপিত, ফটিক বা গোবিন্দকে চেনে না l কিন্তু ওদের উচ্চারণে , অসংস্কৃত শ্বাসাঘাতে গা রি-রি করে ওর l ঘিনঘিন করে l ওদের হাসিতে মনে আগুন লাগে l গায়ে ওঠে জোঁক l কিন্তু কী করবে সে ? সেও কি অভিশাপ দেবে ? না না, পিসিমার মতো হবে না সে l হলই বা পিসিমার মতো পেত্নীকালো l বহুবার শুনেছে সে, "বংশের ধারা নদীর স্রোত একই দিকে বয় l " সে কি পিসিমার মতো হয়ে যাচ্ছে, উগ্রচণ্ডা , জিভেবিষ ? কী অভিশাপ দেবে সে জানে না কিন্তু দিতে ইচ্ছে করে সত্যি তারও l খুব খুব খুব l তার খুব ইচ্ছে করে ওটাই- ওই অভিশাপ দেওয়াটাই l আর অন্য কীই বা পারে সে ? নিজেকে ফর্সা, বেঁটে, পটলচেরা চোখ, নাকি ওসবের নেই তোয়াক্কা সোনার আংটি ছেলে করতে পারবে ? বোন বুলির মত সুন্দর হলে -? তবে....? সেও কী আর এমন হাতিঘোড়া হত ? বুলিকে তো ওরা "খড়ম পেয়ে" বলে l বাড়ির বউ গুলো বরং সুন্দর.. পাড়ার সব কর্তাদের এক রা.. "বেন দিলে বুড়ি" এমন মেয়ে তারা আনবে না, তাই মেয়ের মা বা তিন-চার বার বিয়োনো মেয়ের দিদি দেখেই বউ আনে বাড়িতে l দুর্গার তখন মনে হয় মা কে দেখে যদিও বা পাত্র পক্ষ তাকে পছন্দ করে, তাকে দেখে করবে কেন ? জয়ী মায়ের চেয়ে কালো কাঠ কাঠ পিসিমাকে তখন আপন লাগে তার l

    শুধু কাকা যখন কোলে নিয়ে ঘুম পাড়ায়, আর সুর করে ছড়া কাটে,
    "পুটু নাচে কোনখানে/শতদলের মাঝখানে / সেখানে পুটু কী করে / চুল ঝাড়ে আর ফুল পাড়ে / " সুরটা যেন শেষ হয়না...ফুল তোলা শেষ হয় না...শতদলের মাঝখানে নাচ শেষ হয় না....তখন সব অন্যরকম লাগে l
    অথবা তাকে বোকা় বানিয়ে , কাকা বাইরে যাবে বলে যখন আদর করে, বলে, " পুটু, পুটুরাণি, সোন্না-আ মা আমার " তখন কেমন ভেঙে ভেঙে জল জল, মুক্তি মুক্তি লাগে তার..
    কাকা ডাকছে l পিছন ফেরে দুর্গা l

    বাড়ি ফিরতে দুপুর হয় তার l ক্লান্ত দুর্গা মাটির দাওয়ায় বসে দেওয়ালে হেলান দিয়ে l সামনে উঠোন l গোল হয়ে সাতভাইএর ঘর , আইমরা ঘর ,দলজি ঘর টেঁকি ঘর, রান্না ঘর আর বড় ঘর মানে ঠাকুরদার ঘর l মাঝখানে ছোটখাঁটো স্টেডিয়ামের মতো উঠোন l তার একপাশে ধানের গোলা l সবকটা ঘর একনজরে চোখে পড়ে l একটু জল পেলে ভালো হত দুর্গার কিন্তু উল্টো দিকের রান্নাঘর অনেকটা পথ l 
    সাদা থানপরা পিসিমা রোদে ধান ওল্টাতে ওল্টাতে আজও বলছে, "তুই তোর বড় ব্যাটার রক্ত খাবি "l রাতে যে তার হাঁসের ডিম চুরি গেছে আজও l 
    গোলার ছায়ায় বসেছিল জ্যেঠিমা l বললে , "ঠাকুরঝি, তুমি এই না কদিন আগে তারকেশ্বরে ওর জন্যি পুজো দে আ-লে"l
    দু্র্গার পিসিমা, সব ভাইপো-ভাইঝি দের অসুখে আপ্রাণ সেবা করে , আদর দেয়, অসুখে মানত করে, তিনদিন খালিপায়ে হেঁটে তারকেশ্বরে মানতপুজো দেয়, আবার অভিশাপও দেয় তাদের বাবা-মায়ের উপর রাগ হলে l দুর্গা যখন দুধের শিশু তখন তার বাবাকেও বলেছিল " তোর মাইয়ে, এই খালি হাত নাড়িয়ে, আমার মতো ফিরে আ-লো বুলে "l
    কথাটা মনে হতেই দুর্গার নিজের পায়ের দিকে চোখ পড়ল, সেই এক ভুল করে বসে আছে সে l এক পায়ের আঙুলের উপর অন্য পায়ের আঙুল l ছিঃ ছিঃ ! পা সরিয়ে নিল সে তাড়াতাড়ি l বুকের কাছে পা জড়ো করে বসলেই, এক পায়ের পাতা আর এক পায়ের উপর যাবেই তার l সবসময় l এক্কেবারে সবসময় l
    " পায়ের উপর পা দিয়ে যেই নারী বসে/ ছয়মাসের মধ্যে তার সিঁথির সিঁদুর খসে " l সে কি জানে না সেকথা ?
    ছিঃ ছিঃ !

    পিসিমার অভিশাপ যদি ফলে ? ভয় তার হয়ই l সে ঘরে ঢুকে আয়না নিয়ে অসময়ে চুল বাঁধতে বসে l মাঝবরাবর সিঁথি করে l দাঁতে দড়ি ধরে কষে l আয়নায় ভালো করে দেখে l আগেও দেখেছে অনেকবার l নাহ, তার এক দিকের চুল ভারই একটু l কাউকে বলেনি সে l সবাই যে জানে-
    "সিঁথির দুপার একদিক ভার 
    সিঁথির সিঁদুর খসবেই তার l"
    পিসিমার অভিশাপ নয় কেবল এ তবে ! এ তার নিয়তি l দীর্ঘশ্বাস আরো দীর্ঘতর হয় l রোজকার মতো বাম দিকে সিঁথি করে চুল আঁচড়ে আবার বাইরে আসে সে l
    পিসিমার উপর রাগ হয় না তার l মায়া হয় l তার জীবনটাও হয়তো অমনি হতে যাচ্ছে l 
    পিসিমাকে বিয়ে করতে চেয়েছিল হারান সর্দ্দার l সর্দ্দার, ছিঃ ! পিসিমা যে বিধবা , ছিঃ ! গল্পটা শুনেছে সে কাকীমাদের ফিসফিসানি থেকে l

    বড়জ্যাঠামশাই-এর চার সন্তানের পর জেঠিমা মারা গেলে বড়দির বয়সী জেঠিমা আসলো l ঠাকুরদা বলছিল দিন কয়েক আগে, "ছোট ছেলেকে আর অজাতের ঘরে কিছুতেই বে দ্যাবো না l স্বজাতের হাতের ভাত খাবো মরার আগে l " দুর্গার মায়েরা অজাত, ধুলেপুরে l বাইজপুরে মেয়ে চাই তার l কতটা দূরের জাত ধুলেপুরে বাইজপুরেরা ? ছোটকাকীমা একদিন জাত্যাভিমানের কথার উত্তর দিয়ে ফেলেছিল l ঠাকুমা ছড়া কেটে বলেছিলো," 'টাকা দে কিনে আনলাম বাঁদী' তার মুখি এত কোতা ?" কাকীমার কী হল সেদিন, বলেছিল," টাকা দে তুমি কিনুনি আমাগো , আমাগো বাবা-মা কিনেছে তোমাগো ছাবালেগো "l 
    তিনমাথা ঠাকুমার লাঠি ধরা পায়ের স্পিড তখন দেখার মতো l ঠাকুরদার সন্তানদের বড়গুলি মেয়ে l কনেপণ নিয়ে বিয়ে দিয়েছিলেন তাদের দুর্গার ঠাকুরদা l সেজপিসি গলায় দড়ি দিয়ে মরার পরও দুর্গার বালক বাবা কনেপণের টাকা নিতে সে বাড়ি গেছে বার কয়েক l বাবার মুখেই শুনেছে দুর্গা l সময় বদলালো মেয়েদের বিয়ের পরেই l দান বদলালো l ঠাকুরদার ছেলেগুলি ছোট l তাদের বিয়েতে কিন্তু বরপণ না দিয়ে কনেপণ নিয়েছিলেন ঠাকুরদা l কী অপার ক্ষণজন্মা দুর্গার ঠাকুরদা, এবং তার ছেলেগুলো l 
    দুর্গার শুধু মনে হয়, বারো বছরে বিধবা পিসিমাটার যদি বিয়ে হত l পিসিমা যদি একটা রান্নাঘরের দায়িত্ব পেত ! রান্নাঘর পেলে পিসিমা যেন অন্নপূর্ণার মতো l অসুস্থ গিন্নিদের সংসারে পিসিমাকে দেখেছে সে l কী দারুণ কোমল , মধুর লাগে তাকে l সাদাথান কাপড়েও তাকে মালক্ষী মালক্ষী লাগে l না , না, কেমন জগদ্ধাত্রীর মতো ঐশ্বর্যময়ী l

    জল চাই একটু দুর্গার l ধানের গোলা পেরিয়ে রান্নাঘরে চললো সে l গোলার আড়ালে জ্যেঠিমাকে দেখতে পেল এবার l কিছুটা চাল,একটা ওল, পাঁচটা দশটাকার নোট সামনে পেতে অপরাধীর মতো বসে l খুড়তুতো জ্যাঠা কাঁদো কাঁদো হয়ে বলছে ঠাকুরদাকে," ওরা জোর কুরে ধুরে মার থানে তুললো, ছাবালের মাথায় হাত দে কিরে কোরালো, কী করবো কাকা ? তোমার কোথা শুনে আমরা সবাই এতদিন এক জাগায় ভোট দিছি l কী করবো কাকা ?"

    আগের রাতেও কালীর থানে নিয়ে ক-জনের ভোট পেতে লাঙল-তারার দল কিরে মানে প্রতিজ্ঞা করিয়েছে l হাত-পা চিহ্ন আঁকার সময় এসব আলোচনা সে শুনেছে l

    জ্যেঠিমা বললো, "বললাম, হাত-পায় ভোট না দিলি হাঁটপো কেমমায় ? কাজ করবো কেমমায় ? শুনলো না বুললো, লাঙল-চাঁদে ভোট না দিলি চাষ করবা কেমমায় ?, আলো পাবা কোনযায় ? কিরে না করলি নামতি দেলো না কাকা "

    হাত-পা তে ভোট না দিলে যদি হাঁটতে আর কাজ করতে না পারে, লাঙল-তারায় ভোট দিলে যদি চাষ করতে না পারে, আলো না পায়, বড় হয়ে লক্ষ্মী চিহ্নে ভোট দেবে দুর্গা..নিজেই দেওয়ালে দেওয়ালে লক্ষ্মী আঁকবে l

    দুর্গা রান্নাঘরের দিকে এগোলো l

    রান্নাঘরে ঢুকে অবাক হল সে l পেঁয়াজ রসুন কাটা হচ্ছে অনেকটা l মানে মাংস হবে দুপুরে l কিন্তু আনন্দটা দানা পেকে উঠতেই প্রশ্ন এল - কার হাঁস ? কার ? নাকি মুরগী ? কোথায় কাটা হচ্ছে ? সে জল খাওয়া ফেলে দৌড় লাগালো গোয়ালের পাশে মাঠটার দিকে l ঠিক l লোক জড় হয়েছে ওদিকে l কিন্তু রেখা এত কাঁদছে কেন ? ধরে রাখা যাচ্ছে না l তবে কি রেখার মুরগী ?
    " সুন্দরী ? "
    রেখাকে ধরে রাখা ভোলা বললে, "ওর ভাই " ভোলার দুচোখ ভেসে যাচ্ছে জলে l দুর্গার বুক ভেঙে যাচ্ছে, কাঁদবে না সে কাঁদবে না, এক্ষুণি তবে ওরা হাসবে সেই অশ্লীল হাসি l ওটা সহ্য করার চেয়ে দুর্গার কান্না চাপা সহজ l রেখার কালুকে কাটছে ওরা l রেখার ছোট ভাইটা জন্মানোর দুদিন পর জন্ম হয়েছিল "কালুর " l কালুর মা প্রসবের পর মারা গেল l নিজের আতুরের সময় বিয়োনো ছাগলটার যত্ন নিতে পারেনি রেখার মা l কালু তখন রেখার মায়ের দুধ টেনে বড় হল l তারপর দুটো বছর কালু রেখার ভাই l দুকোলে দুটিকে নিয়ে দিন কেটেছে তার l বছর দেড়েক আগে যখন খাসি করা হল কালুকে তখনই রেখা এরকম আছাড়ি-পিছাড়ি কান্নায় জেনেছিল কালুর পরিণতি l আরও বেশি আগলে রাখছিল কালুকে l বুকভাঙা ব্যর্থ শঙ্কিত আদর দিচ্ছিল বেশি করে করে l

    সবাই খেতে বসেছে l ২০ টাকা কেজি দরে কেজিকয়েক মাংস বিক্রি হয়ে গেছে l কুড়ি টাকা --একদিনের জনমজুরিও কুড়ি টাকা l কাল অঙ্ক করতে গিয়ে কাকা বলছিলো l খেতে বসেছে সবাই l
    রেখা কেঁদেই চলেছে, ভোলা বসেছে পাশে l জ্যাঠতুতো খুড়তুতো দাদারা ভ্যাঙাচ্ছে আর বলছে ,"দেখ রেখা, কেমন গন্ধ উঠেচে, যা খাবো না.. হদ্দ খাবা খাবো, ধুরে তুলতি পারবি তো রেখা !"
    রেখার কান্না বাড়ে l তার পাতে মাংস দিয়ে মাখায় জ্যেঠিমা, বলে "অনেক কাজ মা, খেয়ে নে.. আর তো কিছু রান্না হয়নি l" রেখার মুখে গুজে দেয় একটুকরো , রেখা মুখ নিচু করে l ভোলা থালা রেখে উঠে যায়, বমি আসে তার, কিন্তু জানতে দেওয়া যাবে না l সে খালপাড়ে খড়ের ঘেরা জায়গায় লুকোয় কিন্তু আশঙ্কা ব্যর্থ হয় না.. পরিষ্কার শুনতে পায় দাদারা বলছে,"ভোলাটা মেনিমুখো, "
    যোগ করছে অন্যজন, "ওডা মরদ না মাগী" l সরল সাধাসিধে ঠাম্মা ফোকলা হেসে বলে, " ধোন কআটে খাসি কুরে দে ওরে" l
    রেখা ঢোঁক গিললো l অমনি
    "সেই তো সেই খালি , তবে কেন নাঙের কান্না কাঁদলি l" 
    আরও একটা বিকৃত মন্তব্য শুনলো , হজম করলো দুর্গা l
    দুর্গা কী করবে? অসহ্য ওদের উচ্চারণের ঢঙ l দুর্গা নীরবে খেয়েই নিল l জিভে অপূর্ব স্বাদ l চোখের সামনে দুটো পা তুলে শিং বাঁকিয়ে আদর আদর খেলতে এগিয়ে এল কালু l দুর্গা চোখ নামালো l বুঝতে চেষ্টা করে কী হচ্ছে রেখার ?

    **

    "চোখ খোল ধীরে ধীরে "
    চোখ খুলছে সবাই l দূর্বার দিকে চোখ যায় দুর্গার l মিস্টি আবদারের ঢঙে দাবী করতে ওস্তাদ কেবলহাসা মেয়েটা l
    "দিদিভাই আর একটু , প্লিজ "
    প্রায় সমবেত আব্দার, " সিলেবাস তো শেষ দিদিভাই "l
    সত্যি তো সিলেবাস শেষ l

    দুর্গা বলে," বল কী করবি আজ l"
    "চোখ বন্ধ রাখবো l"
    "সেই যে সেই খেলাটা ?"
    "চিরকুট"
    "আমি সুন্দর কিনা "
    " না না গল্প "
    "সম্মোহন " 
    "সেটা আবার কী ?"
    প্রশ্নটা করে ফেললেও দুর্বা জানে কী বলতে চাইছে মেয়েরা l কিন্তু সে তো সত্যি সম্মোহন জানে না...মেয়েরা আবার তা মানেও না..

    বায়না ধেয়ে আসে একের পর এক l ওরা কেউ চাইছে চিরকুটে প্রশ্ন লিখে সমাধান l কেউ চাইছে বন্ধ চোখে খেলা l কেউ নির্দিষ্ট করে আরও একবার জানতে চায় যে সে সুন্দর....
    ঐ খেলাটা যতবার খেলেছে মেয়েরা ততবার দেখেছে দুর্গা, বন্ধ চোখে আকুল কাঁদছে মেয়েগুলো l বুঝতে পারে দুর্গা, ফাঁকা দাঁত, খ্যাদা নাক, কালো,রোগা, লম্বা, মোটার যন্ত্রণা পেরিয়ে ওরা "শতদলে মাঝখানে" বসাতে পারছে নিজেদের l তার মানে চল্লিশ বছর পরেও শিশুমনে একইরকম আছে সুন্দর কুৎসিৎ এর ধারণা l দুর্গার বুঝতে বড্ড দেরী হয়ে গিয়েছিল..
    দুর্গা ভাবতেই পারতো না কুৎসিৎ তাকে, কেউ ভালোবাসতে পারে l বড্ড দেরি হয়ে গিয়েছিল l
    দুর্গা ওদের চেতনাতে আর আবর্জনা ভরতে দেবে না l ভ্র-প্লাক, স্ট্রেট হেয়ার, শাড়ির ছোট্ট পিন , ফেয়ার এন্ড লাভলি মন পেরিয়ে ওরা আত্মবিশ্বাসী, সরল, জিজ্ঞাসু, মরমী এবং সুন্দরের ঔজ্বল্য নিয়ে বাঁচুক....

    দুর্গা বললে, "ঐ আমি সুন্দর কিনা " খেলাটা তো তোমরা সবাই জানো ? "
    সবাই মাথা নাড়ে l
    "তবে ?"
    "তবে চিরকুট l" 
    দূর্বা বললে, "আমি সুন্দর " ঐ খেলাটার মতো একটা খেলা শিখিয়ে দিন দিদিভাই.."

    দুর্গা বললে, "আচ্ছা বেশ তোমরা আগে চিরকূট লেখো l মনে আছে তো নিজের নাম থাকবে না চিরকুটে l হাতের লেখাটা কার যেন চেনা না যায় l আর প্রশ্ন থাক বা না থাক, দিতে হবে ভাজকরা চিরকুট l আর জানোই তো খেলাগুলোতে শেষ পর্যন্ত কোন হারজিত নেই..তুমি সৎ থাকলে আর একশভাগ মন দিয়ে খেললে তুমিই আনন্দ পাবে, তাইতো ? l"

    দুর্গা এই ক্লাসগুলোতে ছোট বেলায় ফিরে যায় l প্রশ্ন, সংকোচ আর অভিমানে গুমরে থাকা মন, কী জ্বালাতেই না ফেলতো l এই খেলার নিয়মে ওরা মেলতে পারবে নিজেদের..

    "তাহলে সবাই রেডি "
    "সরে বস্, সরে বস্ " বলে ছড়িয়ে বসলো মেয়েরা l পরস্পরকে ছুঁয়ে থাকলে জমে না খেলা..সবাই সরে সরে যায় l
    চিরকূট লিখে ফেলে সবাই l সব্বাই জমা দিয়ে দেয় l বেশিরভাগ সাদা কাগজ l দুর্গা কয়েকটা চিরকুট বেছে নেয় l 
    "এগুলোর উত্তর দিই ?"
    "হ্যাঁ হ্যাঁ "উদগ্রীব হয়ে ওঠে মেয়েরা l 
    "বেশ, চোখ বন্ধ, আমার প্রশ্নের উত্তরে কেবল হাত তুলবে সবাই l "
    সবাই চোখ বন্ধ করে l মিনিট খানেকের নীরবতা l 
    "বল কে কে মনে কর, তোমার বিয়ে হবে যার সঙ্গে সে তোমার চেয়ে বয়সে ছোটও হতে পারে ?"
    হাত ওঠে একটি , সংখাটা লিখে রাখে দুর্গা l
    "বল কে কে মনে কর, তোমার বিয়ে হবে যার সঙ্গে সে তোমার চেয়ে কম শিক্ষিত হতেও পারে ?"
    এবারে ৮ টি হাত উঠলো l
    নিজের চেয়ে নিচু জাতে বিয়ে করতে রাজি ৫ জন l নিজের চেয়ে কম বেতনের ছেলেকে বিয়ে করতে চাইলো ৬ জন l বড় সংসারে যেতে রাজি ৩ জন l ঘর জামাই এ রাজি নয় কেউ l চাকরী না পেয়ে বিয়ে নয় তাতে হাত ৯ জনের l নিজের থেকে বেঁটে, কম শক্তিমানকে বিয়ে করতে রাজি নয় কেউ l
    "জিন্স পরতে ভালো লাগে কার ?" হাত উঠলো ৫৭ , ৫৮ জনের মধ্যে l "ছেলেরা শাড়ি, দুল, গয়না পরলে কেমন লাগে ?" 
    না, কোন হাত নেই l
    সংখ্যাগুলো বোর্ডে লিখল দুর্গা l
    নির্দেশ পেয়ে ধীরে ধীরে চোখ খুললো সবাই l
    দুর্গা এবার প্রশ্ন করে, "কিন্তু কেন হাত তুলতে পারলে না সবগুলোতে ?"
    সবাই চুপ l উত্তরটা যেন জানা, কিন্তু ঠিক বলতে পারছে না তারা l
    দুর্গা সাহায্য করে," তবে বলতে পারি কি যে তেমন হলে তোমরা তাকে সম্মান করতে পারবে না ? "
    মেয়েদের যুক্তিযুক্ত লাগে কথাটা l যেন কোন দিকে যাচ্ছে বিষয়টা বুঝে উঠতে পারছে না তারা l তবু চোখ, মুখ, মাথার অভিব্যক্তিতে সম্মতি ধরা পড়ে l
    "তাহলে সব কিছুতে নূন্যতম থাকা মেয়েদের ছেলেরা সম্মান করবে কেমন করে ? কী আছে ওদের কাছে মেয়েদের সম্মান করার মতো ? আইন তৈরী করে কি তা অর্জন করা যাবে ? ওরাই বা কেবল ভাতকাপড়ের দায়িত্ব নেবে কেন ? ওরা কমনীয় করে সাজতে চাইলে যদি হাসি পায় তোমাদের, তবে তোমাদের পছন্দে ওরা 'রাফ এন্ড টাফ' হওয়া শিখছে l আমরা বরং মার খাওয়ার অভ্যাসটা আর একটু প্র্যাকটিস করি l "
    ভোলার মুখটা মনে পড়ছে দুর্গার l

    দুর্গার হাতে চিরকূট 
    তাতে প্রশ্ন , মেয়েদেরই কেন শ্বশুরবাড়িতে যেতে হয় ? কেন অত্যাচার হয় মেয়েদের উপর ? কেন তা মেনে নেবে মেয়েরা ? কেন ছেলে চায় বাবা মায়েরা ?

    ঘণ্টা পড়ে গেল l পরের চিরকূটগুলো অন্যদিন আলোচনা করা যাবে l দুর্গার হাতে এখন অন্য রঙের বালতি l দু্র্গার হাতে এখন অনেক দেওয়াল l তাকে অনেক জগদ্ধাত্রীর ছবি আঁকতে হবে l

     
     



    Tags
     



    Comments (2)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

     



    তথ্য নীতি | Privacy policy

 
Website © and ® by Ebong Alap / এবং আলাপ, 2013-24 | PRIVACY POLICY
Web design & development: Pixel Poetics