• নজরে বিজ্ঞাপন: একটি হেলথ সাপ্লিমেণ্ট ও মেনোপজ


    2    491

    August 1, 2018

     

     

    তিনি রাঁধেন এবং চুলও বাঁধেন। এমন এক মায়ের চরিত্র যিনি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী আর বস্তুত অন্নপূর্ণা। সকালে মেয়ের ঘুম ভাঙানো থেকে স্বামীকে চা দেওয়ার ফাঁকে ফাঁকেই নিজে অফিসের জন্য তৈরি হন। সকলের জন্য ব্রেকফাস্ট আর টিফিনের ব্যবস্থা করতে করতে ল্যাপটপ, জরুরি জিনিস গুছিয়ে নেন। স্বামীকে এগিয়ে দেন ওয়ালেট, শাড়ি পরে তৈরি হয়ে নেন নিজেও।

    বলছি, এই ভিডিওটা বরং আরেকটু দেখুন। এই অবধি দেখে আপনার গা-পিত্তি জ্বলে উঠতে পারে, মনে হতে পারে সেই একই মডার্ন দশভুজা-র চর্বিতচর্বন, যার উদাহরণ ছড়িয়ে আছে বিয়ের গয়না-গুঁড়ো মশলা-হেলদি অয়েল-স্যানিটারি ন্যাপকিন ইত্যাদির বিজ্ঞাপনে। কিন্তু এই বিজ্ঞাপনটাও কি একই কথা বলে?

    আরেকটু এগোলে দেখবেন, ওই যে, খাওয়ার টেবিলে মেয়ে, ছেলে আর বাবার জমিয়ে আড্ডা চলছে। মা যে ডালের বাটিটা চেয়েছেন বহুক্ষণ, সেদিকে কারো দৃকপাত নেই। সেটাই স্বাভাবিক, তাই না? ঠিক এখানেই মা খাওয়ার টেবিল ছেড়ে নীরবে উঠে যেতে পারতেন, চোখের কোণে হয়ত চিকচিক করত একটু জল, ব্যাকগ্রাউন্ডে কোনো ‘স্যাড’ টিউন বাজতে পারত, আর মেয়ে এসে রাগ ভাঙাত ইন্সট্যান্ট নুডল বা মায়ের ফেভারিট ব্র‍্যান্ডের চা দিয়ে। জীবনের উদাহরণেই বিজ্ঞাপনের সাফল্য!

    কিন্তু এখানে এসব কিছুই হল না। বরং মা চেঁচিয়ে বলে উঠলেন পরিবারের জন্য ভেবে ভেবে নিজের কথা ভাবার সময় পাননি তিনি। আর পরিবারের সব্বাই শুধু তার এই উদয়াস্ত খাটুনির সুবিধে নিয়েছে। কাকে কখন কি জোগাতে হবে এসব নিয়ে ভেবে ভেবে এখন তিনি ক্লান্ত। এমন স্পষ্ট বকাঝকা যে পরিবারের বাকিরা আগে কখনো খায়নি, সে তাদের মুখ দেখলেই মালুম হয়। মা সকলের দিকে তাকিয়ে বলেন, "মেরা মেনোপজ শুরু হুয়া হ্যায়"। এইসব ‘গাইনোকলজিকাল ইস্যু’তে ‘নট ইন্টারেস্টেড’ ছেলে টেবিল ছাড়ার উপক্রম করলে তাকে ধমকে বসিয়ে দেন তিনি; স্বামী বাধ্য হন সরি বলতে। মেয়ে এসে জড়িয়ে ধরে মাকে।

    স্ক্রিনে ফুটে ওঠে #letstalkmenopause। অভিনেত্রী প্রীতি জিন্টা ব্র‍্যাণ্ডের পক্ষ থেকে বলেন যে মেনোপজ নিয়ে খোলাখুলি কথা বলা উচিৎ। ভিডিওটি শেষ হয় Freelady Regane ব্র্যান্ডের মেনোপজ হেলথ সাপ্লিমেন্ট এর ছবি দিয়ে, যা মেনোপজের অস্থির সময়কে সুগম করতে পারে।

    বাঁধা  গতের "নারীসুলভ" নীরবতার বদলে পরিবারের সকলের উপস্থিতিতে নিজেকে স্পষ্ট করে প্রকাশ করা, তদুপরি, মধ্যবয়সে মেয়েদের শরীরের এই স্বাভাবিক পর্যায়ের মানসিকতা আর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলে এই ভিডিও। কনজিউমারিজমের হাতছানি-র মোড়কেই হয়ত; কিন্তু এমন নিপুণ ও চকচকে নির্মাণে প্রায়-নারীবাদী স্ক্রিপ্ট, তাও আবার এদেশে, যেখানে মেনোপজ এর মত বিষয় চাপা থাকে নৈঃশব্দের আড়ালেই, সেখানে এমন একটি প্রচারমূলক ভিডিও নিঃসন্দেহে অভিনব।

     
     



    Tags
     



    Comments (2)
    • বাঃ। খুব প্রয়োজনীয় উদ্যোগ। বিজ্ঞাপন এর বক্তব্য এবং এভাবে মেনোপজ নিয়ে আলোচনা ।এবং আলাপ এর আলাপচারিতা এগিয়ে চলুক এই বিষয়টির মত প্রয়োজনীয় সব বিষয় নিয়ে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

     



    তথ্য নীতি | Privacy policy

 
Website © and ® by Ebong Alap / এবং আলাপ, 2013-24 | PRIVACY POLICY
Web design & development: Pixel Poetics