‘এবং আলাপ’- এর সূত্রপাত ২০০৩ সালে কলকাতা শহরে। ‘আলাপ’ শব্দের অর্থ পরিচয়, কথাবার্তা, শুরুয়াত ইত্যাদি। এই অর্থের বাইরেও সংস্কৃত ভাষায় ‘আলাপ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ তাৎপর্যপূর্ণ। সংস্কৃতে এর অর্থ কথার পুনরাবৃত্তি, যা যোগাযোগস্থাপনের প্রথম সফল সোপান। আমাদের কাজের ক্ষেত্রে এই সংস্কৃত অর্থটা আমরা সব সময় মাথায় রাখি। কয়েকজন লেখক, শিক্ষক, সাংবাদিক, গবেষক এবং সাংস্কৃতিক কর্মী ‘এবং আলাপ’-এ একজোট হন কিছু জরুরি সামাজিক বিষয়ে বাংলায় সহজবোধ্য আলোচনা তৈরির উদ্দেশ্যে। ২০০৩ সাল থেকে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামে এবং প্রত্যন্ত এলাকায় জেন্ডার-সচেতন নাগরিকত্বের লক্ষ্যে এ পর্যন্ত বহু ধরনের আলোচনাসভা ও কর্মশালার আয়োজন করা হয়েছে। পশ্চিমবাংলার বহূ শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে এবং কয়েকটি সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ‘এবং আলাপ’ কাজ করে। এছাড়া আমরা ‘আলাপ সিরিজ’-এর বই, ‘এখন আলাপ’ ব্লগ এবং ডিজিটাল ইনফোগ্রাফিকস-এর মাধ্যমে সহজ বাংলায় জেন্ডার-সচেতনতার নানা দিক তুলে ধরার চেষ্টা করি। ২০০৯ সাল থেকে টানা ১০ বছর আমরা সুন্দরবনের বালি দ্বীপের মেয়েদের সঙ্গে এবং সেখানকার স্কুলের পড়ুয়াদের সঙ্গে জেণ্ডার ও অন্যান্য সামাজিক বিভেদ, মেয়েদের অধিকার ও দাবী নিয়ে সচেতনতা তৈরির কাজ করেছি। স্থানীয় মেয়েদের সংগঠন ‘সুন্দরবন বিজয়নগর দিশা’ তৈরি হয়েছিল এই কাজের সূত্র ধরেই।
Registered as a non-profit society in West Bengal since 2003, Ebong Alap (Conversations and More) is a voluntary organization based out of Kolkata. The Bengali word ‘ebong’ means ‘and’ while ‘alap’ means ‘conversation’ or ‘dialogue’. The etymological root of the word ‘alap’ in Sanskrit is also important here. It means repetition in address, the preliminary step towards successful communication. Ebong Alap is a feminist group with both women and men on board. It was conceived by a group of writers, teachers, journalists, researchers and performance artists to focus on critical and gender-sensitive citizenship. We work through our ‘Alap Series’ of books, interactive online and offline workshops, our blog ‘Ekhan Alap’ and digital infographics in Bengali to create resources and build bridges of communication mainly with the non-English reading public. Ebong Alap members volunteer time to initiate democratic and innovative pedagogic practices with adolescent and college students, government school teachers and communities of women in rural interiors as well as urban locations.
Author – Kumkum Roy, Kunal Chakrabarti, Tanika Sarkar
Visuals – Soumik Nandy Majumdar, Parvez Kabir, Sanchayan Ghosh
আমাদের আলাপ সিরিজ-এর বইগুলিতে সহজ বাংলায় এবং তার পাশাপাশি ছবির ভাষ্যের সাহায্যে বিশ্বায়ন, মৌলবাদ, সন্ত্রাস, উন্নয়ন, জেন্ডার প্রভৃতি বিষয় সম্পর্কে ধারণা তৈরির চেষ্টা হয়েছে। এই বইগুলি ইংরেজি ভাষায় স্বচ্ছন্দ নন এমন পাঠকের কথা মাথায় রেখে তৈরি। ২০০৪ সাল থেকে এই সিরিজে এখনও পর্যন্ত ১০টি বই প্রকাশিত হয়েছে এবং প্রখ্যাত চিন্তাবিদরা বইগুলির নির্মাণে অংশগ্রহণ করেছেন। ২০২০-তে আমাদের নতুন বই ‘সহজ আলাপে ইস্কুলে জেন্ডার’ । স্কুলের পরিকাঠামো ও পাঠক্রমের মধ্যে লুকিয়ে থাকা নানা বৈষম্য এবং সেগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে কিছু নতুন ভাবনা এই বইয়ে উপস্থাপন করেছেন ২০-২২ জন শিক্ষক-শিক্ষিকা।
The books in the Alap Series try to demystify some of the key ideas/issues that are shaping in a major way our lives and the world we live in. These are meant for non-academic but curious readers in easily-readable Bengali and with accompanying visual texts. Eminent thinkers and artists have contributed to the titles that have been published so far. The first three books in the Alap Series focussed on Globalization, Terrorism and Violence against Women in the Public Sphere. In another book The Vedas, Hinduism, Hindutva, three well-known historians demystified communalization of India’s history. This Bengali book soon had English, Hindi and Tamil editions. Our latest book ‘Sahoj Alapey Ischooley Gender’ (Gender in School Education) was launched in February 2020.
১ লা মে ২০১৭ থেকে ডিজিটাল দুনিয়ায় পা রেখেছে আমাদের ব্লগ এখন আলাপ। এটি একমাত্র বাংলা ব্লগ যেখানে প্রতিদিনের জীবনে জেণ্ডারের নানা দিক নিয়ে আলোচনা হয়। ব্লগারদের মধ্যে শিক্ষক-শিক্ষিকা এবং সমাজকর্মী থেকে শুরু করে খ্যাতনামা সাহিত্যিকরাও রয়েছেন। ‘এখন আলাপ’-এ প্রকাশিত ধারাবাহিক ব্লগগুলির মধ্যে জনপ্রিয় ‘স্কুলে জেন্ডার’, ‘নজরে বিজ্ঞাপন’, 'মেনোপজ সিরিজ', ‘ভূমিকন্যাদের কথা’, ‘পুরুষ মানুষ’ ও ‘সুন্দরবনের মেয়েরা’। আমাদের ব্লগ 'এখন আলাপ' ২০১৮-য় সাউথ এশিয়ান লাডলি মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে এবং ২০১৯-এ পেয়েছে সোশ্যাল মিডিয়া ফর এমপাওয়ারমেণ্ট অ্যাওয়ার্ড|
ডিজিটাল দুনিয়ায় জেন্ডার বিষয়ে বাংলায় আলোচনার একান্ত অভাবের কথা মাথায় রেখে, এ পর্যন্ত তিন ধরনের ডিজিটাল ইনফোগ্রাফিক সিরিজ আমরা করেছি — ‘শব্দজব্দ’, ‘আসলকথা’ ও ‘উবাচ’। শব্দজব্দ সিরিজটি লিঙ্গসচেতনতায় প্রাসঙ্গিক কিছু সংজ্ঞা ও তার নানা ব্যবহারিক দিক নিয়ে। আসল কথা-র উদ্দেশ্য, প্রচলিত ধারণাকে ভেঙে আসল সত্যিটা সোজাসাপটাভাবে পৌঁছে দেওয়া।উবাচ পোস্টার সিরিজ তৈরি হয়েছে নানা স্বাধীনতার লড়াইয়ে শরিক মেয়েদের কথা ও ছবি দিয়ে।
Ekhan Alap is the first and only blog in Bengali focussed on discussing gender issues. It was launched on May 1, 2017. Our bloggers are a wide range of people—sexual minorities; school teachers who have a crucial role in building gender-sensitive educational spaces; community workers from rural Bengal and social activists from Kolkata; as well as well-known Bengali writers. Ekhan Alap won the South Asia Laadli Media and Advertising Award in 2018 and Social Media for Empowerment Award in 2019.
We have also created three digital infographics series so far. Shobdo-Jobdo (Crosswords) is a series that defines key words related to gender-sexuality. Asol Kotha (Breaking Myths) debunks myths and gender stereotypes. Ubacho (She Said It) is made out of quotes from women trailblazers hidden from history.
‘এবং আলাপ’ ২০০৫ সাল থেকে ‘সচেতন নাগরিক’ শীর্ষক একাধিক কর্মশালার আয়োজন করেছে জেন্ডার, বিশ্বায়ন, সাম্প্রদায়িকতা ইত্যাদি বিষয়ে। ২০০৭ সাল থেকে ‘জেন্ডার-সচেতন নাগরিকত্ব’ নিয়ে এ পর্যন্ত বহু আলোচনাসভার আয়োজন করা হয় পশ্চিমবাংলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। এছাড়া ২০০৯-২০১৯ এই দশ বছর আমরা সুন্দরবনের বালি দ্বীপের মেয়েদের মধ্যে কাজ করেছি লিঙ্গ সাম্য প্রসারের উদ্দেশ্যে। মেয়েদের অধিকার নিয়ে সচেতনতাবৃদ্ধি, নাবালিকা-বিবাহ প্রতিরোধ ও অল্প বয়সে বিয়ের ফলে মেয়েরা যাতে পড়াশুনা ও শৈশব-কৈশোর থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে প্রচার, যৌন নিগ্রহ ও পারিবারিক নির্যাতনের শিকার মেয়েদের প্রয়োজনীয় কাউন্সেলিং ও আইনি সহায়তা প্রদান—এসব নিয়ে দীর্ঘদিন স্থানীয় সংস্থা ‘সুন্দরবন বিজয়নগর দিশা’-র সঙ্গে কাজ হয়েছে।
২০১৫ থেকে দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলার স্কুল শিক্ষকদের নিয়ে আমরা লাগাতার আলোচনাসভা ও কর্মশালার মাধ্যমে জেন্ডার-সচেতন কথোপকথন জারি রেখেছি। এপ্রিল ২০২০ থেকে লকডাউনের কারণে আমরা অনলাইন আলোচনার দুটো সিরিজ চালু করি—‘মাঠ কামড়ে বাঁচা’ (খেলাধূলার জগতের মেয়েদের নিয়ে) ও ‘করোনা, লকডাউন ও আমাদের জীবন’ (মেয়েদের ও বিভিন্ন প্রান্তিক গোষ্ঠীর মানুষদের জীবনে লকডাউনের প্রভাব নিয়ে)।
Through our ‘Critical Citizen’ Series of workshops since 2005 and ‘Gender-sensitive Citizenship’ discussions since 2007 we have been mainly working with high school and college students as well as school teachers in educational institutions inhabited by rural and semi-urban young people who are also disadvantaged socially and economically. The aim of this series of interactive workshops is to develop conceptual clarity around gender issues and establish its links with other social processes and forms of inequity. That apart for 10 years from 2009 to 2019, in our programme ‘Dialogue with Disha’ we helped in the capacity-building of women of an island in Sunderban through training workshops and advocacy campaigns around prevention of early marriage, child sexual abuse, domestic violence and counselling support to survivors of violence against women. Since Covid and Lockdown in March 2020, Ebong Alap has been organizing two parallel online discussion series entitled, ‘Corona, Lockdown and Our Lives’ and ‘Lifestories of Women in Sports’.