• About us | আমরা কারা


    Vision | লক্ষ্য:

    A gender-just society which is also sensitive to other forms of inequity and where there is space for dialogues and conversations leading to the unfolding of critical thought, expression and action.

    এক লিঙ্গবৈষম্যহীন সমাজের নির্মাণ যা অন্যধরনের অসাম্যের প্রতিও সংবেদনশীল হবে এবং আলাপ ও কথোপকথনের মাধ্যমে সমালোচনামূলক চিন্তা, জনমত এবং কর্মসূচী নির্ধারণে সহায়ক হবে।

    Mission | কর্মপন্থা:

    • Bridge vital information gaps and reduce the English-local language/ rural-urban divide in knowledge hierarchy pertaining to gender, sexuality, queer issues and their interface with key contemporary concerns like globalization and communalism
    • Bridge vital information gaps and reduce the English-local language/ rural-urban divide in knowledge hierarchy pertaining to gender, sexuality, queer issues and their interface with key contemporary concerns like globalization and communalism.
    • Promote dialogues and exchanges in the local language and among variously marginalized young people to generate participatory and gender-sensitive citizenship.
    • Work with grassroots communities of women and young people in an highly under-developed and remote area of Sunderban to improve their access to knowledge and information about rights and for creating a space for discussing gender, sexuality, gender-based violence, and sexual rights.
    • Introduce democratic pedagogic practices to make educational institutions gender-sensitive spaces and partner with schools, colleges, universities, and other public institutions to open up spaces for discussing less-debated and taboo topics.
    • Publish the Alap Series of books in Bengali to demystify some of the key ideas/issues that are shaping our lives and the world we live for readers with little access to English
    • বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণের ক্ষেত্রে ইংরেজি ও স্থানীয় ভাষা অথবা গ্রাম ও শহরের মধ্যেকার বৈষম্য ঘোচানোর চেষ্টা করা। স্থানীয় ভাষায় সহজবোধ্যভাবে জেন্ডার, যৌনতা, সমলিঙ্গ বিষয়ক আলোচনা এবং বিশ্বায়ন ও মৌলবাদের সাথে তাদের সম্পর্কের ব্যাপারে ধারণা তৈরির চেষ্টা করা।
    • বিভিন্ন স্তরের প্রান্তিক ছাত্রছাত্রী ও যুবদের স্থানীয় ভাষায় মতামতের আদানপ্রদান এবং জেন্ডার সচেতন নাগরিকত্ব বিষয়ে আলোচনায় অংশগ্রহণে উৎসাহ দেওয়া।
    • সুন্দরবনের প্রত্যন্ত ও অনগ্রসর এলাকায় মহিলা এবং ছাত্রছাত্রীদের সাথে কাজ করে জ্ঞান ও তথ্যের আদানপ্রদান ঘটানো এবং জেন্ডার, যৌনতা, লিঙ্গহিংসা এবং মেয়েদের অধিকার সম্বন্ধীয় আলোচনা ও কাজের পরিসর তৈরি করা।
    • স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারী প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে গণতান্ত্রিক শিক্ষণশৈলীর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে জেন্ডারসচেতন করে তোলা এবং এ প্রসঙ্গে আমাদের সমাজে যে বিষয়গুলি অত্যন্ত জরুরী হওয়া সত্ত্বেও খোলামেলা আলোচনা করা হয় না, সেই বিষয়ে আলাপ-আলোচনার পরিসর তৈরি করা।
    • বাংলা ভাষায় ‘আলাপ সিরিজ’-এর বইপ্রকাশ, যার উদ্দেশ্য হল আমাদের জীবনকে প্রভাবিত করছে এমন বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় ও ধারণাগুলিকে সহজবোধ্য ও প্রাঞ্জলভাবে পাঠকের সামনে তুলে ধরা।

    Our Members

    • Rajashri Dasgupta, our president, is a well-known journalist and has been at the forefront of the women’s movement and the civil rights movement in India since the 1970s.
    • Sarmistha Dutta Gupta, our founder-secretary, is an independent scholar, writer and a literary translator.
    • Sudeshna Banerjee, our treasurer, is a consultant book-editor and a researcher and is associated with Thema, an alternative press.
    • Ruchira Goswami, our assistant secretary, teaches Sociology at the National University of Juridical Sciences, Kolkata.
    • Rangan Chakravarty is a well-known writer, lyricist and filmmaker with many years of experience in the advertising industry.
    • Swati Ganguly teaches English at Visva Bharati, Santiniketan, and is a writer and painter.
    • Aveek Sen is a writer and a distinguished art critic.
    • Paromita Chakravarti teaches English in Jadavpur University and has been the director of the School of Women’s Studies there.
    • Tista Bagchi is professor of Linguistics, Delhi University.
    • Vikram Iyengar is a performer and Kathak dancer who is also the artistic director of Ranan, a performance collective.
    • Ahana Biswas teaches Bengali in Vivekananda College, Burdwan, and is a poet and writer.
    • Sipra Mukherjee teaches English in West Bengal State University, Barasat.
    • Sabir Ahamed is an activist of the right to information movement in West Bengal and works for Pratichi Trust.
    • Sreyashi Dastidar is a former journalist who works for Infosys in Bengaluru.
    • Sutanuka Ghosh teaches English in Jadavpur University, Kolkata.
    • Payoshni Mitra is an independent researcher and activist mainly working on gender and sports issues and for the rights of intersex people in India.
    • Abhijit Roy teaches Film Studies in Jadavpur University.
    • Moupia Mukherjee formerly taught women’s studies in a college in Kolkata and writes as well as makes films on gender issues.

    আমাদের সদস্য

    • রাজশ্রী দাশগুপ্ত, আমাদের সভানেত্রী, অগ্রণী সাংবাদিক এবং ভারতে সত্তরের দশক থেকে নারী আন্দোলন ও নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে সামনে সারিতে থাকা মানুষ।
    • শর্মিষ্ঠা দত্তগুপ্ত, আমাদের প্রতিষ্ঠাতা-সম্পাদক, স্বাধীন গবেষক, লেখক, অনুবাদক এবং ৮০-এর দশক থেকে নারী আন্দোলনের কর্মী।
    • সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায়, আমাদের কোষাধ্যক্ষ, গবেষক এবং প্রকাশনা সংস্থা ‘থীমা’-র সাথে গ্রন্থ-সম্পাদনার কাজে যুক্ত।
    • রুচিরা গোস্বামী, আমাদের সহ-সম্পাদক, ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিসিয়াল সায়েন্সেস, কলকাতায় সমাজতত্ত্বের শিক্ষক।
    • রংগন চক্রবর্তী, লেখক, গীতিকার এবং চিত্রপরিচালক, দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন জগতের সাথে যুক্ত।
    • স্বাতী গাঙ্গুলি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ইংরাজির শিক্ষক, লেখক এবং চিত্রকর।
    • অভীক সেন, লেখক ও শিল্প-সমালোচক।
    • পারমিতা চক্রবর্তী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরাজির অধ্যাপক এবং স্কুল অব উইমেন’স স্টাডিজের প্রাক্তন ডিরেক্টর।
    • তিস্তা বাগচী, দিল্লী বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের অধ্যাপক।
    • বিক্রম আয়েঙ্গার, কত্থক শিল্পী এবং শিল্পগোষ্ঠী ‘রনন’-এর পরিচালক।
    • অহনা বিশ্বাস, বিবেকানন্দ কলেজ, বর্ধমানে বাংলার শিক্ষক, কবি এবং লেখক।
    • শিপ্রা মুখার্জী, পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়, বারাসাতে ইংরাজির শিক্ষক।
    • সাবির আহমেদ, পশ্চিমবঙ্গে তথ্যের অধিকার আন্দোলনের অগ্রণী কর্মী, প্রতীচী ট্রাস্টে কর্মরত।
    • শ্রেয়সী দস্তিদার, ভূতপূর্ব সাংবাদিক, বর্তমানে বেঙ্গালুরুতে ইনফোসিস সংস্থায় কর্মরত।
    • সুতনুকা ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতায় ইংরাজির শিক্ষক।
    • পয়োষ্ণী মিত্র, স্বাধীন গবেষক এবং মূলত জেন্ডার ও খেলাধুলা বিষয়ে কাজ করেন, ভারতবর্ষের উভলিঙ্গ মানুষের অধিকাররক্ষার আন্দোলনের সাথে যুক্ত।
    • অভিজিৎ রায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রবিদ্যার শিক্ষক।
    • মৌপিয়া মুখার্জী জেন্ডার বিষয়ে লেখালিখি এবং চলচ্চিত্রনির্মাণের সাথে যুক্ত।

    Our Advisors

    • Samik Bandyopadhyay, distinguished book-editor and critic of the arts, film and theatre who is currently Tagore National Fellow at Jawaharlal Nehru University, Delhi.
    • Subhendu Dasgupta, eminent writer and cartoonist, who is also a former professor, department of South and South-east Asian Studies, Calcutta University.
    • Sibaji Bandyopadhyay, former professor of comparative literature in Jadavpur University who retired as professor of culture studies from the Centre for Studies in Social Sciences, Kolkata.
    • Shefali Moitra, former professor of philosophy and former director of the School of Women’s Studies, Jadavpur University.

    Mentor

    Jasodhara Bagchi, leading feminist scholar and the founding director of the School of Women’s Studies, Jadavpur University, was also our advisor since Ebong Alap’s inception. She mentored our organization closely from 2003 until her sudden demise in 2015.

    পরামর্শদাতা/ উপদেষ্টা

    • শমীক বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত গ্রন্থ-সম্পাদক এবং শিল্প-সমালোচক, বর্তমানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লীতে টেগোর ন্যাশনাল ফেলো।
    • শুভেন্দু দাশগুপ্ত, প্রখ্যাত লেখক ও কার্টুনিস্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব সাউথ অ্যান্ড সাউথ-ইস্ট এশিয়ান স্টাডিজের প্রাক্তন অধ্যাপক।
    • শিবাজী বন্দ্যোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের প্রাক্তন অধ্যাপক, কলকাতার সেন্টার ফর স্টাডিজ অফ সোশ্যাল সায়েন্সেস-এর কালচারাল স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসাবে অবসর গ্রহণ করেন।
    • শেফালী মৈত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং স্কুল অব উইমেন’স স্টাডিজ বিভাগের প্রাক্তন ডিরেক্টর।

    মেন্টর

    যশোধরা বাগচী, প্রখ্যাত নারীবাদী তাত্ত্বিক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব উইমেন’স স্টাডিজের প্রতিষ্ঠাতা। ২০০৩ সালে ‘এবং আলাপ’-এর শুরুর দিন থেকেই পরামর্শদাতা হিসাবে যুক্ত ছিলেন। ২০১৫ সালে আকস্মিক প্রয়াণের আগে পর্যন্ত যশোধরাদি ‘এবং আলাপ’-এর বিভিন্ন কর্মসূচীতে তাঁর মূল্যবান মতামত দিয়ে এসেছেন।

    Our friends and partners | আমাদের সহযোগী

    Over the years our work has been supported and sustained by quite a few non-government and government organisations and educational institutions. We acknowledge with gratitude the collaborative work we have done so far with the following institutions.

    গত চোদ্দ-পনেরো বছর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও সরকারি সংস্থা আমাদের সাথী হয়েছেন বিভিন্ন কাজে। এঁদের সহযোগ ছাড়া আমরা এতটা পথ আসতে পারতাম না।

    • VISWA BHARATI, SANTINIKETAN
    • BURDWAN UNIVERSITY
    • MUC WOMEN'S COLLEGE, BURDWAN
    • MIDNAPORE COLLEGE, PASCHIM MIDNAPORE
    • BETHUNE COLLEGE, KOLKATA
    • VICTORIA INSTITUTION, KOLKATA
    • MAHARANI KASISHWARI COLLEGE, KOLKATA
    • VIDYASAGAR COLLEGE, KOLKATA
    • SOUTH CALCUTTA GIRLS' COLLEGE
    • BHAIRAB GANGULY COLLEGE, BELGHORIA
    • RAJ COLLEGE, BURDWAN
    • SHYAMSUNDAR COLLEGE, BURDWAN
    • BASANTI DEBI COLLEGE, KOLKATA
    • NATIONAL UNIVERSITY OF JURIDICAL SCIENCES, KOLKATA
    • CALCUTTA UNIVERSITY WOMEN'S STUDIES RESEARCH CENTRE
    • SCHOOL OF WOMEN'S STUDIES, JADAVPUR UNIVERSITY
    • SCHOOL OF MEDIA, COMMUNICATION AND CULTURE, JADAVPUR UNIVERSITY
    • WEST BENGAL STATE UNIVERSITY, BARASAT
    • BIJOYNAGAR ADARSHA VIDYAMANDIR, SUNDARBAN
    • BALI BASIC JUNIOR SCHOOL, SUNDARBAN
    • BALI DHANAMONI MODEL HIGH SCHOOL, SUNDARBAN
    • ASITBARAN HIGH SCHOOL, SUNDARBAN
    • SASHIBHUSHAN HIGH SCHOOL, SUNDARBAN
    • TARUN SINHA MEMORIAL TRUST, KOLKATA
    • LILABATI AND PHANIBHUSHAN DAY TRUST, KOLKATA

    That apart quite a few like-minded individuals, who prefer not to be named, have contributed to our work with donations, particularly for assisting a few Sunderban students complete their schooling/college education. We are deeply grateful to all of them.

    এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সমমনস্ক শুভানুধ্যায়ীরা আর্থিকভাবে সাহায্য করেছেন, যাতে সুন্দরবনের বেশ কিছু মেধাবী ছাত্রী পড়াশুনা চালিয়ে যেতে পারে। তাঁদের সকলের কাছেই আমরা চিরকৃতজ্ঞ।

 
Website © and ® by Ebong Alap / এবং আলাপ, 2013-24 | PRIVACY POLICY
Web design & development: Pixel Poetics