‘এবং আলাপ’ অনেক বছর ধরে ‘জেন্ডার’ নিয়ে কাজ করে। সমস্যা হল ‘জেন্ডার’ কথাটার কোনও বাংলা নেই (‘সামাজিক লিঙ্গ’ কথাটাকে তো আর বাংলা বলা যায় না ঠিক)। কিন্তু ‘জেন্ডার’ তো আছে। আমাদের মুখে চোখে, জামায় কাপড়ে, বাসে ট্রামে, অফিসে, বাসর ঘরে একেবারে জুড়ে বসে। তাহলে তাই নিয়ে আলাপ করা যাক। প্রলাপ বা বিলাপ-এর সঙ্গে আলাপের তফাতটা হল এটা একা করা যায় না। এই ‘এখন আলাপ’ ব্লগে আমরা শুধু কিছু সুতো ধরিয়ে দিতে চাই, ঘুড়ি তারপর আকাশে উড়ুক।
এখন আলাপ’ এ প্রকাশিত লেখাগুলির পুনঃপ্রকাশ বা যেকোনো রকম ব্যবহার (বাণিজ্যিক/অবাণিজ্যিক) অনুমতি সাপেক্ষ এবং নতুন প্রকাশের ক্ষেত্রে ‘এখন আলাপ’ এর প্রতি ঋণস্বীকার বাঞ্ছনীয়। এই ব্লগে প্রকাশিত কোনো লেখা পুনঃপ্রকাশে আগ্রহী হলে আমাদের ইমেল-এ লিখে জানান ebongalap@gmail.com ঠিকানায়। আমরা আপনাদের মতামতকে স্বাগত জানাই। আমাদের সম্পাদকীয় নীতি অনুযায়ী মতামত প্রকাশিত হবে।
লেখা পাঠানোর নিয়ম:
এবং আলাপের জন্য লেখা blog@ebongalap.org এই ইমেল ঠিকানায় পাঠাবেন।
আমরা সব লেখার প্রাপ্তি স্বীকার করার চেষ্টা করব, তবে সব সময় সেটা সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে লেখা প্রকাশিত হল কিনা জানতে হলে, এই ওয়েবসাইটটির দিকে নজর রাখতে হবে।