• ঘোষণা



    ‘এবং আলাপ’ ব্লগ ইণ্টার্নশিপ প্রোগ্রাম ২০১৮


    (প্রোগ্রাম সময়সীমা : ১ অগাস্ট ২০১৮ – ৩১ জানুয়ারি ২০১৯)

    আগামী ১ অগাস্ট ২০১৮ থেকে ‘এখন আলাপ’ ব্লগ এর ইণ্টার্নশিপ প্রোগ্রাম শুরু হতে চলেছে। ছ’মাসের এই ইণ্টার্নশিপ প্রোগ্রামে লিঙ্গ সাম্য, সচেতনতা এবং জেন্ডার সংক্রান্ত অধিকারের পরিধিতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই মুহুর্তে নজরে আসা ঘটনা, সমাবেশ, সরকারি/বেসরকারি পদক্ষেপ ইত্যাদি বিষয়ে ইণ্টার্নদের বাংলায় প্রতিবেদন লিখতে হবে।

    • প্রতি মাসে কমপক্ষে একটি করে ছ’মাসে মোট ছ’টি প্রতিবেদন জমা দেওয়া আবশ্যিক।

    • এই প্রতিবেদনগুলি ইণ্টার্ন এর নাম সহ ‘এখন আলাপ’ ব্লগে নিয়মিতভাবে প্রকাশিত হবে। প্রোগ্রামের শেষে প্রত্যেক ইণ্টার্নকে ‘এবং আলাপ’ এর পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হবে।

    • এই প্রোগ্রামে, প্রতিবেদন সংক্রান্ত যাতায়াত ইত্যাদির জন্য ইণ্টার্নদের যাবতীয় খরচ ‘এবং আলাপ’ এর পক্ষ থেকে পরিশোধ করা হবে। প্রোগ্রাম ইণ্টার্নদের জন্য অন্য কোনোরকম বৃত্তির ব্যবস্থা নেই।

    • ইণ্টার্নশিপে যোগ দিতে আগ্রহীরা ২৫ জুলাই এর মধ্যে একটি আবেদনপত্র(বাংলায়), বায়োডেটা এবং নিজের বাংলা লেখা-র নমুনা ইমেল (chandrayeedey@ebongalap.org) এর মাধ্যমে পাঠাবেন।
    • ‘এবং আলাপ’ ব্লগ ইণ্টার্নশিপ প্রোগ্রাম ২০১৮ সম্পর্কে বিশদে জানতে অথবা মতামত/প্রশ্ন জানাতে ইমেল করুন chandrayeedey@ebongalap.org / ebongalap@gmail.com ঠিকানায়।

    জেন্ডার সহায়িকা ঃ জেন্ডারের হাল-হদিশ নিয়ে টুকরো খবর


    শুরু হল 'এখন আলাপ' এর নতুন বিভাগ জেন্ডার সহায়িকা।  এখন থেকে প্রতি মাসে একবার জেন্ডার সংক্রান্ত বই, ওয়েবসাইট, ভিডিও, সিনেমা, সমাবেশ, অধিবেশন নানা মাধ্যমের নানান বিষয়ে সাহায্যের হদিশ দেবে জেন্ডার সহায়িকার টুকরো খবর।

    জেন্ডার সহায়িকা-র প্রথম কিস্তি পড়ুন https://ebongalap.org/gender-resources-1/


    স্কুলে জেন্ডার

    স্কুলের গন্ডিতে জেন্ডার সচেতনতা


    শুরু হচ্ছে এখন আলাপ ব্লগের নতুন সিরিজ 'স্কুলে জেন্ডার'।

    সমাজ, জাতি, ধর্ম, লিঙ্গ নিয়ে প্রাথমিক ধারণা ইশকুলের দিনগুলোতেই আঁকা হয়ে যায় শিশুমনে। তাই জেন্ডার সচেতনতার পাঠ শুরু করতে হবে ইশকুলের গন্ডিতেই।

    এই বিভাগে স্কুলের গন্ডিতে জেন্ডার ভাবনা নিয়ে উঠে আসবে নানান দিক- কখনো ছাত্র/ছাত্রীদের চোখে, কখনো বা শিক্ষক/শিক্ষিকাদের অভিমতে। কখনো টেক্সট বই, কখনো পোশাক, কখনো বা প্রার্থনা-খেলাধুলো নিয়ে লেখা আবার কখনো জেন্ডার রাজনীতির কোপ স্কুল শিক্ষক-শিক্ষিকা -র নিজস্ব জেন্ডার-পরিচিতির উপরে।

    শিশুদের জন্য লেখা ছবি-গল্প-হোমওয়ার্কের অভিনব বইয়ের মধ্যে দিয়ে জেন্ডার-শিক্ষার কথা পড়ুন প্রথম কিস্তিতে https://ebongalap.org/gender-in-school-1/


     

 
Website © and ® by Ebong Alap / এবং আলাপ, 2013-24 | PRIVACY POLICY
Web design & development: Pixel Poetics