• Dialogue with Disha | দিশার সঙ্গে কাজ


    Disha was formed in 2011 as a voluntary organization by a group of local women and men, who in conjunction with Ebong Alap, do advocacy campaigns and public meetings on gender issues and women’s rights and entitlements, and also intervene in support of the survivors in cases of violence against women.

    ২০১১ সালে বালি দ্বীপের স্থানীয় মহিলা ও পুরুষদের নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ‘দিশা’ তৈরি হয়, যার মূল লক্ষ্য ছিল জেন্ডার বিষয়ক আলোচনা, মেয়েদের অধিকার এবং দাবী নিয়ে সচেতনতাবৃদ্ধি, নাবালিকা-বিবাহের ফলে মেয়েরা যাতে পড়াশুনা ও শৈশব-কৈশোর থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে প্রচার, পারিবারিক নির্যাতনের শিকার মেয়েদের প্রয়োজনীয় কাউন্সেলিং করা।

    2009-2010

    • Since  2009,  Ebong Alap  has  been  trying to  reinforce  its  conceptual  focus  on initiating new gender-just pedagogic  practices  with  a simultaneous geographical  focus  on a  cluster  of  schools  in  Bali  island of  the  Sunderban  delta.  In September and December 2009 we held workshops with teachers,  parents  and  school managing committees of five government secondary schools in Bali on gender, sexuality and life skill issues.
    • Ebong Alap collaborated with Aman Trust, a Delhi-based organization, to organize a 2-day film festival in Bali II gram panchayat of Sunderban in June 2010. School teachers of five government-aided schools in Bali II as well as school managing committee members and guardians participated in the festival. Films of Satyajit Ray, Mrinal Sen and Tapan Sinha were shown and each film screening was followed by a discussion on gender and work, and women’s mobility and security in public spaces.

    2011-2012

    • Ebong Alap convened a three-day Legal Awareness Camp in January 2011 in Bali of Sunderban. Three legal enactments---Dowry Prohibition Act, Domestic Violence Act and Child Marriage Prevention Act—were explained and steps to seek legal redress under these acts discussed.
    • Ebong Alap organized a celebration on International Women’s Day on 8 March 2011 in the village library called Bali Pathagar.
    • Ebong Alap conducted a 2-day workshop on ‘Gender and Women’s Work’ in Bengali among grassroots women of Bali in April 2011.
    • Ebong Alap conducted a 5-day workshop on ‘Rapid Response Training to Prevent Violence Against Women’ in Bali in June 2011. Local school teachers, ICDS workers and health workers participated in the programme.
    • A few participants of the 5-day workshop held in June 2011, who had been regularly participating in Ebong Alap programmes held since 2009, formed their own group called Disha in June 2011. Disha got itself registered as a society four years later in October 2015.
    • Ebong Alap equipped members of Disha to undertake a survey in their gram panchayat area on incidence of early marriage in the five years between 2008 and 2013. The survey was subsequent to a methodology workshop in February 2012 that Ebong Alap organized with help from Pratichi Trust. Disha members, most of them local village women, divided themselves into a few groups and went  around door to door in May-June 2012 to collect data on early marriage in the area. The survey was conducted by Disha in collaboration with Ebong Alap and its subsequent report entitled ‘A Socio-Economic  Study on Gosaba Block, Sunderbans’ was prepared by Ebong Alap. One of the most important findings of the survey was that the reasons for early marriage of girls and boys are significantly different. Deeply gendered stereotypes and roles of women and men were evident in the survey responses.
    • The survey provided a base to start a sustained campaign against early marriage in the area. Ebong Alap and Disha held several public meetings in the island villages focusing on the relationship between early marriages of girls and the social construct of gender. This is now being illustrated in the meetings with a lucid power-point presentation prepared in Bengali by Ebong Alap. The ultimate objective of these meetings is to campaign against marriage of adolescent girls and for retaining them in school till their higher-secondary education is complete.
    • Ebong Alap conducted a two-day workshop in August 2012 with school children of Bali on Rabindranath and his ideas of education.  It was a follow-up to the 21-day theatre workshop centred around Rabindranath’s play Muktadhara among local school children in March-April 2012, conducted jointly with Ranan, a performance collective. This was under the aegis of the Tagore Commemoration Grant Scheme of the Ministry of Culture, Govt of India. The 2-day workshop on Rabindranath was facilitated by noted Tagore scholar and educationsist Supriyo Tagore and art historian Soumik Nandy Mazumdar of Santiniketan.

    2013-2014

    • Ebong Alap and Disha jointly organized a three-day gender workshop amongst adolescent students of two schools in Bali of Sunderban in January 2013. Separate sessions were held with both boys and girls and on the final day boys and girls discussed several gender issues amongst themselves.
    • Ebong Alap organized a big public meeting with Disha on the significance of International Women’s Day on 8 March 2013 in Bali II of Gosaba block of Sunderban.
    • Ebong Alap with the help of its friends, financially supported three girl students to get into college and continue their education. One of them graduated in 2015 from Vivekananda Mahavidyalaya, Burdwan and is completing her MA now from Burdwan University. Another student graduated from Sukanta College, Kultali in 2016 and the third one would be completing her graduation in 2017.
    • Ebong Alap and Disha organized a cultural programme with members of several self-help groups to celebrate International Women’s Day on 8 March 2014 in Bali.
    • Disha gets a room of its own in June 2014, albeit temporarily, on the top floor of Rokeya Chatrinibas of Bijoynagar Adarsha Vidyamandir.
    • Ebong Alap and Disha organized a three-day workshop in October 2014 in Bali. The workshop was on the Domestic Violence Act and the rights of single, elderly and widowed women in particular. Swayam, a leading Kolkata-based organization working against domestic violence of women, collaborated in doing this workshop. About  50 women, both belonging to Disha and leaders of 13 self-help groups, attended the workshop.

    2015-2016

    • Ebong Alap and Disha organized jointly a two-day workshop on Understanding Adolescence on March 10-11, 2015. The first day’s sessions were for Disha members and members of local self-help groups. The second days’ sessions were for adolescent school students. The workshop was held with resource persons from Mon Foundation.
    • Disha gets registered as a non-profit society in October 2015 under West Bengal Societies Registration Act.
    • Disha organizes a workshop jointly with Ebong Alap on 1st December 2015 to discuss the recent socio-economic changes in Sunderban and it links with rise in alcoholism and domestic violence.
    • Disha celebrated International Women’s Day in March 2016 jointly with Ebong Alap. The programme was held in Bali Basic Junior School and students and teachers from four schools on the island participated in a debate and cultural programme.
    • Ebong Alap and Disha jointly organized two gender workshops for students of four schools in July and December 2016. Swayam collaborated on both of these workshops. The theme of the first workshop was sexual division of labour and that of the second workshop was domestic violence.
    • Ebong organized several capacity-building workshops for Disha members between May and October 2016. The first one in this series was on Body and Self-Defence and organized jointly with Talash Society. The second workshop was held in June on panchayat and empowerment of women with support from Lok Kalyan Parishad. There were two workshops in September 2016 on ‘Self, Society and gender-Sexualities’ held jointly with Sappho for Equality. The October workshop was on counselling skills organized with Swayam.
    • Ebong Alap and Disha held another workshop for school students in December 2016 with support from Ayash-An Effort on Adolescence and Taboo Topics.

    2017

    • In continuation of the campaign against early marriage started in 2012, Ebong Alap and Disha held two public meetings in January and February and one workshop in May in the island focusing on the relationship between early marriages of girls and the social construct of gender through a power-point presentation followed by discussion. The first meeting was held with local priests, decorators and others associated with marriage ceremonies. The second meeting was with members of a local club, Netaji Sangha, who are active in organizing cultural programmes in the area. The workshop in May was organized at Bijaynagar Adarsha Bidyamandir (H.S.) with students from Bali Dhanamani Model High School and Bijaynagar Adarsha Bidyamandir. The ultimate objective of these meetings and workshops is to campaign against marriage of adolescent girls and for retaining them in school till their higher-secondary education is complete.
    • Ebong Alap and Disha celebrated International Women’s Day in March 2017 with participation from students of four schools and leaders of self-help groups, the Sangha and the Upasanghas, in Bali. On this occasion a range of games for the students and adults were organized that tried to break gender constructs/stereotypes in a fun-filled way.
    • Ebong Alap and Disha collaborated with Ayash - An Effort to organize a one day workshop on domestic violence with school students of Bali island on 24th June at Sundarban Bijaynagar Disha office. A total number of 32 students from 7th to 11th standard took part in the workshop. There were interactive session where students shared their views on different aspects of domestic violence, as well as a PowerPoint presentation on life cycle of violence presented by Dr. Moupia Mukherjee. Members of Disha gave a presentation on some recent incidents of domestic violence which made it to the headlines. In the end, there was an open discussion with students on how to take action against incidents of domestic violence.
    • Ebong Alap and Swayam organized a two-day counseling workshop with Disha members in Kolkata on 19-20 July. This was the follow-up programme of the 3 day extensive counselling  workshop held at Disha office, Bali, Gosaba in October,2016. 9 Disha members took part in the workshop.
    • Ebong Alap and Swayam organized a one day workshop on 'Understanding Gender' with students from four schools at Bali island, Sundarban on 8th September in association with Disha. The workshop took place at Bali Dhanamani Model High School. The workshop consisted of several interactive sessions including a PowerPoint presentation on how gender plays a role in determining presence in public spaces.
    • Ebong Alap and Sundarban Bijaynagar Disha members visited Tagore Society for Rural Development (TSRD) at Rangabelia, Sundarban on 11 November to meet community workers who earn their living by working in cooperative society. Professor Barendu Mandal was key person behind the visit and introduction of Disha to TSRD  and was present during the visit.
    2018
    • Ebong Alap and Sundarban Bijaynagar Disha jointly celebrated International Women's Day at Bali island, Sundarban on 16th March 2018. The event took place at Bali Basic Primary school. Chairperson of State Women's Commission and State Child Rights Commission were present in the programme, along with members of Women's Commission. Eminent journalist Swati Bhattacharya was also present at the event and addressed the audience. Residents from neighboring villages, students, members of self-help groups, local panchayat member, police officers, civic volunteers attended the event.
    • Ebong Alap introduced 'Ebong Alap LingaSamya Samman', an award for people who are working at the grassroot level with a common aim to make out society more gender-just. This year, four individuals and one organisation was awarded the same. These awardees are Rabindranath Mandal, Manisha Pailan, Krishna Roy, Murshida Khatun and Rangabelia Mahila Samiti.
    • Ebong Alap and Change Initiatives jointly organized a ten-day digital literacy programme at Bali, Sundarban from 16th to 27th April, 2018. Sixty community members, mostly women, were mobilized by Sundarban Bijaynagar Disha. They took part in the training programme that provided them a basic introductory knowledge about computers and how to use some essential applications in smartphones.
    • Sundarban Bijoynagar Disha has started sustainable digital literacy programme on 6 July 2018. Disha members will conduct computer learning sessions with local students and community members at Disha office in Sundarban. Classes will be arranged 10 days a month. This is a self-sufficient programme without any economic or technological support from outside the organisation.
    • Ebong Alap has started monthly gender sessions on issues identified by Disha members that need focused discussions. These sessions are being held with Disha members as well as a group of high school students we are trying to develop as peer leaders.
    • Ebong Alap and Sundarban Bijayanagar Disha jointly conducted the First Inter Community Dialogue Workshop with women from three SGSY groups from Birajnagar village in Bali island, Sundarban on August 28, 2018. Participants were chosen from different communities across religions and castes with a vision towards exchanging thoughts and common realities. Women from the communities shared their reflections in course of different group exercise and interactive sessions.
    • South Asian Women in the Media (SAWM), in collaboration with Ebong Alap, Lok Kalyan Parishad and Jabala organised a round table discussion with women from the grassroots on Politics and Women's Empowerment at Press Club, Kolkata on August 9, 2018. Members from Disha have been invited to share their experience in localities like Bali or Gosaba in Sundarban about women empowerment and the role of Panchayat in West Bengal. It was a privilege for us to be a part of this session and witness stories from the grassroots from across the state.
    • Sundarban Bijaynagar Disha has been awarded the Kutchina Krittika Fellowship 2018-2019 for pioneering work at the grassroots. Tapasi Mandal, secretary of the organisation, received the award to carry forward the work of the organisation as a team leader.
    • Point of View, Mumbai and Ebong Alap jointly conducted a two day workshop on Digital Security and Internet handling with members of Sundarban Bijaynagar Disha, teachers and local students in Sundarban on 6,7 August, 2018. Sessions in this workshop mainly focused on basic knowledge of how the digital world works and threats of using internet without certain security measures.
    • Ebong Alap and Rahi Foundation jointly conducted a workshop on child sexual abuse at Sundarban Bijayanagar Disha in Bali, Sundarban on October 27, 2018. Rahi, a centre for women survivors of incest and child sexual abuse, conducted this one day awareness workshop involving parents and teachers of the locality.
    • West Bengal State Commission for Protection of Child Rights collaborated with Ebong Alap and Sundarban Bijoynagar Disha to conduct an one day workshop on adolescent physical and mental health in Sundarban with students from local schools. Commission members along with two eminent doctors specialised in child health and psychology facilitated the sessions. Local administrators and school teachers were also present in this workshop held on December 18, 2018.
    2019
    • Since 2012, Ebong Alap and Sundarban Bijoynagar Disha jointly celebrate International Working Women's Day in Bali island, Sunderban. This year the programme was held on March 16 and it carried a special name 'Alap Milap'. Alongside the celebration of women's day, this year's programme particularly focused on the message of pluralism and harmony after months long workshops with students from four high schools in the island. 
    • Sundarban Bijoynagar Disha celebrated Independence Day discussing the role of women freedom fighters with our 'Ubacho' series of posters involving local students, women and teachers in Bali island, Sunderbans.
    • Members of Disha were felicitated by different organisations in and around Kolkata for their struggle and achievements. Tapasi Mondal, Secretary of Sundarban Bijoynagar Disha, was awarded 'Sudakkhina Laha Smriti Puraskar' for her dedicated struggle for rights of women and prohibition of violence against women in rural interiors of Sundarban by Srirampore Shromojibi Haspatal on 7 July, 2019. Annapurna Mondal of Disha was felicitated along with four other women as 'Agamoni Panchadurga' for her constant battle against society and family to pursue higher education, prevent early marriage and finally to lead an independent life of social activism by Amritam, an volunteer organisation on 22 September 2019. Tapasi Sardar was awarded by Bhawanipore Mahapuja Samity for her work in the field of women empowerment, prevention of domestic violence and child-marriage on 6 October, 2019.

    ২০০৯-২০১০

    • ২০০৯ সাল থেকে এবং আলাপ সুন্দরবনের বালি দ্বীপের একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের সাথে শিক্ষাক্ষেত্রে জেন্ডারের ধারণা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। ২০০৯ সালের সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে বালি দ্বীপের কিছু স্কুলের শিক্ষক, অভিভাবক ও পরিচালন সমিতির সদস্যদের নিয়ে জেন্ডার, যৌনতা ও জীবনশৈলী বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়।
    • ২০১০ সালের জুন মাসে দিল্লির আমন ট্রাস্টের সাথে যৌথভাবে এবং আলাপ বালি-২ গ্রাম পঞ্চায়েতে দু’ দিনের ফিল্ম ফেস্টিভাল আয়োজন করে। বালি-২ পঞ্চায়েতভুক্ত স্কুলগুলির শিক্ষক, পরিচালন সমিতির সদস্য এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা ফেস্টিভালে অংশগ্রহণ করেন। সত্যজিৎ রায়, মৃণাল সেন ও তপন সিংহের কিছু ছবি দেখানো হয় এবং প্রত্যেক ছবি দেখানোর পর জেন্ডার ও কাজ, রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলোচনারও আয়োজন করা হয়।

    ২০১১-২০১২

    • ২০১১ সালের জানুয়ারি মাসে এবং আলাপ সুন্দরবনের বালি দ্বীপে আইন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করে। পণপ্রথা নিরোধক আইন, পারিবারিক সহিংসতা আইন ও বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন – এই তিনটি আইন নিয়ে ব্যাখ্যা করা হয় এবং এই তিন আইন মোতাবেক কোনও অভিযোগ জানাতে গেলে কি করণীয় সে বিষয়েও আলোচনা করা হয়।
    • ২০১১ সালের ৮ মার্চ এবং আলাপ বালি পাঠাগারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে।
    • ঐ বছরেরই এপ্রিল মাসে স্থানীয় মহিলাদের নিয়ে ‘জেন্ডার ও মেয়েদের কাজ’ বিষয়ে ২ দিনের কর্মশালা আয়োজন করা হয়।
    • ‘মেয়েদের উপর অত্যাচার প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া’-র বিষয়ে ৫ দিনের কর্মশালা আয়োজন করা হয় ২০১১ সালের জুন মাসে। স্থানীয় স্কুল শিক্ষক, আই সি ডি এস কর্মী এবং স্বাস্থ্যকর্মীরা এই কর্মশালায় যোগদান করেন।
    • ২০১১ সালের জুন মাসের এই পাঁচদিনের কর্মশালায় অংশগ্রহণকারীদের কয়েকজন, যাঁরা ২০০৯ সাল থেকেই এবং আলাপ-এর বিভিন্ন উদ্যোগের সাথে যুক্ত ছিলেন, নিজেদের গোষ্ঠী তৈরি করেন ‘দিশা’ নামে। চার বছর পর ২০১৫ সালে ‘সুন্দরবন বিজয়নগর দিশা’ সোসাইটি হিসাবে সরকারীভাবে নথিভুক্ত হয়। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে এবং আলাপের সাথে যৌথভাবে প্রতীচী ট্রাস্ট দিশা-র সদস্যদের কীভাবে সমীক্ষা করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ দেয়। এই প্রশিক্ষণের মাধ্যমে দিশা সদস্যরা ২০০৮ থেকে ২০১৩ – এই পাঁচ বছরে বালি গ্রাম পঞ্চায়েতের মধ্যে নাবালিকা বিবাহ নিয়ে সমীক্ষা চালায়। ২০১২ সালের মে-জুন মাসে কয়েকটি দলে ভাগ হয়ে এলাকার ঘরে-ঘরে গিয়ে দিশা সদস্যরা তথ্য সংগ্রহ করেন। এবং আলাপ ও দিশার এই যৌথ সমীক্ষা থেকে এবং আলাপ পরবর্তীকালে ‘A Socio-Economic  Study on Gosaba Block, Sunderbans’ নামে একটি রিপোর্ট প্রকাশ করে। এই সমীক্ষা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছিল তা হল, গ্রামে নাবালক-নাবালিকা বিয়ে দেওয়ার কারণ ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ছেলে ও মেয়েদের মধ্যেকার বৈষম্য আমাদের সমাজে কতটা প্রকট, তা এই রিপোর্টে স্পষ্ট উঠে আসে।
    • এই সমীক্ষার মাধ্যমে বালি দ্বীপের ঐ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে ধারাবাহিক প্রচারের কাজের সূচনা হয়। এবং আলাপ ও দিশা পার্শ্ববর্তী গ্রামে একাধিক আলোচনাসভার আয়োজন করে এবং সামাজিক লিঙ্গনির্মাণের সাথে মেয়েদের কম বয়সে বিবাহের সম্পর্কের ব্যাপারে মানুষকে জাগরুক করার চেষ্টা করে। এখন এই প্রচারের জন্য এবং আলাপের তৈরি সহজ বাঙলা ভাষায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের সাহায্য নেওয়া হয়। এইসকল আলোচনাসভার উদ্দেশ্য হল নাবালিকা মেয়েদের বিবাহের বিরুদ্ধে প্রচার চালানো এবং তারা যাতে অন্তত উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশুনা চালিয়ে যেতে পারে তা সুনিশ্চিত করা।
    • ২০১২ সালের মার্চ-এপ্রিল মাস জুড়ে রণন শিল্পীগোষ্ঠী ‘এবং আলাপ’-এর সহযোগিতায় ২১ দিনের থিয়েটার কর্মশালা আয়োজন করে। কর্মশালায় রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’ নাটক অবলম্বনে একটি প্রযোজনা তৈরি হয় যা বিরাজনগর আদর্শ বিদ্যামন্দিরের মাঠে স্পেস থিয়েটার হিসাবে মঞ্চস্থ হয়। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে Tagore Commemoration Grant Scheme এর অধীনে এই কর্মশালা আয়োজিত হয়। এই কর্মশালার সূত্র ধরে এবং আলাপ ২০১২ সালের আগস্ট মাসে বালির স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা নিয়ে দু’ দিনের কর্মশালা আয়োজন করে। এই দু’ দিনের কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট রবীন্দ্রনাথ বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সুপ্রিয় ঠাকুর এবং শান্তিনিকেতনের শিল্প ইতিহাসবিদ সৌমিক নন্দী মজুমদার।

    ২০১৩-২০১৪

    • ২০১৩ সালের জানুয়ারি মাসে এবং আলাপ ও দিশা যৌথভাবে বালির দুটি স্কুলের বয়ঃসন্ধির ছাত্রছাত্রীদের নিয়ে তিনদিনের জেন্ডার কর্মশালার আয়োজন করে। প্রথমে ছেলে ও মেয়েদের সাথে আলাদা করে কর্মশালা চালানোর পর শেষদিন ছেলেরা ও মেয়েরা একে অপরের সাথে জেন্ডারের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করে।
    • ২০১৩ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোসাবা ব্লকের বালি-২ অঞ্চলে এবং আলাপ বড় আকারে আলোচনাসভা আয়োজন করে।
    • এবং আলাপ তার কিছু বন্ধু ও শুভানুধ্যায়ীদের সাহায্যে ঐ অঞ্চলের তিনজন ছাত্রীকে কলেজে ভর্তি এবং পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেয়। তাদের মধ্যে একজন ২০১৫ সালে বর্ধমানের বিবেকানন্দ মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করে এবং এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশুনা করছে। আরেকজন ছাত্রী ২০১৬ সালে কুলতলির সুকান্ত কলেজ থেকে গ্র্যাজুয়েট হয় এবং তৃতীয়জন ২০১৭ সালে গ্র্যাজুয়েশন পাশ করবে। এবং আলাপ ও দিশা ২০১৪ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বালিতে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
    • ২০১৪ সালের জুন মাসে, অস্থায়ীভাবে হলেও, দিশা নিজস্ব ঘর পায়, বিজয়নগর আদর্শ বিদ্যামন্দিরের রোকেয়া ছাত্রীনিবাসের তিনতলায়।
    • এবং আলাপ ও দিশা ২০১৪ সালের অক্টোবর মাসে একটি তিনদিনের কর্মশালা আয়োজন করে। কর্মশালার বিষয় ছিল পারিবারিক সহিংসা আইন ও সাবালিকা, অবিবাহিতা এবং বিধবা মেয়েদের অধিকার। দীর্ঘদিন ধরে পারিবারিক হিংসা নিয়ে কর্মরত সংস্থা স্বয়ম এই কর্মশালা পরিচালনা করে। দিশা এবং ১৩টি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৫০জন মহিলা এই কর্মশালায় অংশগ্রহণ করে।

    ২০১৫-২০১৬

    • ২০১৫ সালের ১০-১১ এপ্রিল এবং আলাপ ও দিশা যৌথভাবে বয়ঃসন্ধি নিয়ে দু’ দিনের কর্মশালা আয়োজন করে। প্রথমদিন অংশগ্রহণ করেন দিশা এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। দ্বিতীয় দিনের কর্মশালা ছিল বয়ঃসন্ধির ছাত্রছাত্রীদের জন্য। এই কর্মশালা পরিচালনা করেন মন ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
    • দিশা পশ্চিমবঙ্গের সোসাইটি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে ২০১৫ সালে নথিভুক্ত হয়।
    • দিশা এবং আলাপের সাথে যৌথভাবে ২০১৫ সালের ১ ডিসেম্বর একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় আলোচনার বিষয় ছিল সুন্দরবনের আর্থ-সামাজিক পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন এবং তার সাথে নেশা ও পারিবারিক নির্যাতনের সম্পর্ক।
    • ২০১৬ সালের মার্চ মাসে বালি জুনিয়র বেসিক হাই স্কুলে দিশা এবং আলাপের সাথে যৌথভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে। দ্বীপের চারটি স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
    • এবং আলাপ ও দিশা যৌথভাবে ২০১৬ সালের জুলাই ও ডিসেম্বর মাসে চারটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে জেন্ডার কর্মশালা আয়োজন করে। প্রথম কর্মশালার বিষয় ছিল জেন্ডারের ভিত্তিতে শ্রমের শ্রেণীবিভাগ এবং দ্বিতীয় কর্মশালার বিষয় ছিল পারিবারিক হিংসা।
    • ২০১৬ সালের মে থেকে অক্টোবর মাসের মধ্যে এবং আলাপ দিশার সদস্যদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। প্রথমটি ছিল তালাশ সোসাইটির সাথে যৌথভাবে, বিষয় ছিল শরীর এবং আত্মরক্ষা। দ্বিতীয় কর্মশালা হয় জুন মাসে লোক কল্যাণ পরিষদের সহায়তায়, বিষয় ছিল পঞ্চায়েত এবং নারীর ক্ষমতায়ন। সেপ্টেম্বর মাসে স্যাফো ফর ইক্যুয়ালিটির সাথে যৌথভাবে ‘সীমানা ছাড়িয়ে’ নামে দুই পর্যায়ে কর্মশালা হয় যার বিষয় ছিল মানুষ, সমাজ ও জেন্ডার-যৌনতা। অক্টোবর মাসে স্বয়ম-এর সাথে যৌথভাবে কাউন্সেলিং করার প্রশিক্ষণ দেওয়া হয়।
    • ২০১৬ সালে ডিসেম্বর মাসে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আরেকটি কর্মশালা আয়োজন করা হয় আয়াশ-অ্যান এফর্ট সংস্থার সাথে যৌথভাবে। এই কর্মশালার বিষয় ছিল বয়ঃসন্ধি এবং এই বয়সের যে বিষয়গুলি নিয়ে সাধারণত কেউ খোলাখুলি কথা বলতে চায় না সেইসব বিষয় নিয়ে আলোচনা।

    ২০১৭

    • ২০১২ সালে নাবালিকা বিবাহের বিরুদ্ধে শুরু হওয়া প্রচার অভিযানের অংশ হিসাবে এবং আলাপ ও দিশা ২০১৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বালি দ্বীপে দুটি আলোচনাসভা এবং মে মাসে একটি কর্মশালার আয়োজন করে। নাবালিকা বিবাহের সাথে সামাজিক লিঙ্গনির্ধারণের প্রক্রিয়ার সম্পর্ক বিষয়ে আলোচনার জন্য পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের সাহায্য নেওয়া হয়। প্রথমটিতে স্থানীয় পুরোহিত, ডেকরেটার এবং আরও যাঁরা বিবাহের সাথে কর্মসূত্রে যুক্ত থাকেন, তাঁরা অংশগ্রহণ করেন। দ্বিতীয় আলোচনাসভাটি স্থানীয় ক্লাব নেতাজী সংঘের সদস্যদের সাথে আয়োজন করা হয়। মে মাসের কর্মশালাটি আয়োজন করা হয় বিজয়নগর আদর্শ বিদ্যামন্দিরে, যাতে অংশগ্রহণ করে বালি ধনমণি মডেল হাই স্কুল ও বিজয়নগর আদর্শ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা। এইসকল আলোচনাসভা ও কর্মশালার উদ্দেশ্য হল নাবালিকা মেয়েদের বিবাহের বিরুদ্ধে প্রচার চালানো এবং তারা যাতে অন্তত উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশুনা চালিয়ে যেতে পারে তা সুনিশ্চিত করা।
    • এবং আলাপ ও দিশা ২০১৭ সালের মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবস পালন করে। বালি দ্বীপের চারটি স্কুলের ছাত্রছাত্রী, স্বনির্ভর গোষ্ঠী, সংঘ এবং উপসংঘের নেত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রী এবং বড়দের জন্য বিভিন্ন মজার খেলার আয়োজন করা হয় এবং তার সাহায্যে খেলাচ্ছলে সামাজিক লিঙ্গনির্মাণের চিরাচরিত প্রথা ভাঙার চেষ্টা করা হয়।
    • ২৪ জুন এবং আলাপ ও দিশা আয়াশ-এর সাথে যৌথভাবে বালি দ্বীপের ছাত্রছাত্রীদের নিয়ে গার্হস্থ্য হিংসা বিষয়ে একটি একদিনের কর্মশালার আয়োজন করে। সপ্তম থেকে একাদশ শ্রেণির মোট ৩২ জন ছাত্রছাত্রী কর্মশালাটিতে অংশগ্রহণ করে। কর্মশালায় ছাত্রছাত্রীদের কাছে গার্হস্থ্য হিংসা সংক্রান্ত বিভিন্ন ঘটনার বিষয়ে মতামত জানতে চাওয়া হয়। কর্মশালায় এবং আলাপ-এর পক্ষ থেকে ডঃ মৌপিয়া মুখোপাধ্যায় ছাত্রছাত্রীদের সামনে নির্যাতনের জীবনচক্রের বিষয়ে একটি প্রেজেন্টেশন রাখেন। দিশা সদস্যদের তরফ থেকে সাম্প্রতিককালে সংবাদ শিরোনামে আসা গার্হস্থ্য হিংসার কয়েকটি মর্মান্তিক ঘটনা প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। শেষে, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ করার জন্য ছাত্রছাত্রীরা কী কী ভূমিকা নিতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।
    • এবং আলাপ ও স্বয়ম দিশা-র সদস্যদের সাথে ১৯-২০ জুলাই কলকাতায় একটি দু' দিনের কাউন্সেলিং কর্মশালার আয়োজন করে। এটি ছিল ২০১৬ সালের অক্টোবর মাসে বালিতে আয়োজিত তিনদিনের কাউন্সেলিং বিষয়ক কর্মশালার ফলো-আপ প্রোগ্রাম। দিশা-র ন' জন সদস্য এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
    • এবং আলাপ ও স্বয়ম দিশা-র সহযোগিতায় 'জেন্ডার সম্মন্ধে ধারণা' বিষয়ে বালি দ্বীপে একটি একদিনের কর্মশালার আয়োজন করে ৮ সেপ্টেম্বর। বালির চারটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয় বালি ধনমণি মডেল হাই স্কুলে। বিভিন্নধরনের খেলা, আলাপ-আলোচনা ও প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয় কীভাবে জনপরিসরে উপস্থিতি নির্ধারণে জেন্ডার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
    • ১১ নভেম্বর এবং আলাপ ও সুন্দরবন বিজয়নগর দিশার সদস্যেরা সুন্দরবনের রাঙ্গাবেলিয়ায় টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের ( টিএসআরডি) সমবায় কর্মীদের সাথে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। সুন্দরবন বিজয়নগর দিশার ও এবং আলাপের সাথে টিএসআরডি-র যোগসূত্র স্থাপনের কাজ করেন অধ্যাপক বরেন্দু মন্ডল।
 
Website © and ® by Ebong Alap / এবং আলাপ, 2013-24 | PRIVACY POLICY
Web design & development: Pixel Poetics