webzine-top-img

 

১লা মে ২০১৭ 'এখন আলাপ' ব্লগের সূচনা হয়। বাংলা ভাষায় এই প্রথম জেন্ডার ও নাগরিকত্ব বিষয়ে ব্লগ। প্রতি বছর আমরা বর্ষ পূর্তি উপলক্ষ্যে নতুন কিছু প্রকাশ করার চেষ্টা করি। যেমন গত বছর শুরু হয়েছিল একটি অনুবাদ সিরিজ---করোনা ও লকডাউনের নানা সামাজিক দিক নিয়ে ইংরেজি থেকে অনূদিত প্রবন্ধের। সেই সিরিজে প্রথম অনুবাদটি ছিল মুকুল কেশবন-এর 'কাস্ট এন্ড কণ্টাজিয়ন' প্রবন্ধের।

এ বছর 'প্রথম তরঙ্গ' নামে একটি বিশেষ সংখ্যা আপনাদের জন্য রইল। 'এখন আলাপ'-এ ২০২০-তে প্রকাশিত অতিমারী নিয়ে নানা লেখার মধ্যে থেকে এক ডজন ব্লগের নির্বাচিত সংকলন এটি। লেখকরা হলেন মুকুল কেশবন, ইউভাল নোয়া হারারি, অরুন্ধতী রায়, অনিতা অগ্নিহোত্রী, প্রতিভা সরকার, অমিতাংশু আচার্য, তাপসী মণ্ডল, সৌম্যজিৎ ভট্টাচার্য, পলাশ পাল, দোলন গঙ্গোপাধ্যায়, জিনাত রেহানা ইসলাম ও সোহিনী রায়। পাঁচটি লেখা অনুবাদ করেছেন সীমান্ত গুহ ঠাকুরতা ও সর্বজয়া ভট্টাচার্য।

672 visits